লতা মঙ্গেশকরের আবাসনে কোভিড–১৯–এর ছায়া, সুস্থ আছেন সুরসম্রাজ্ঞি ও তাঁর পরিবার
কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকরের আবাসনে করোনার থাবা। তাঁর আবাসন প্রভুকুঞ্জ শনিবার বিএমসির পক্ষ থেকে সিল করে দেওয়া হয়। করোনা ভাইরাস মহামারির সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই উদ্যোগ বলে জানা গিয়েছে। যদিও গায়িকা ও তার পরিবার নিরাপদেই রয়েছে।

শনিবার গায়িকার পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয় যে, 'প্রভুকুঞ্জ সিল করে দেওয়া হয়েছে কিনা তা জানতে বহু ফোন এসেছে। আবাসনের সোসাইটি ও পুর কর্তৃপক্ষ মিলে বহুতল সিল করে দিয়েছে। এই আবাসনে বহু প্রবীণ মানুষের বসবাস। তাই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়াটা বাধ্যতামূলক। এই সময়ে সহযোগিতাপূর্ণ আবহ ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য গণেশ উৎসবও ভীষণই ছিমছামভাবে হচ্ছে।’ ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, 'আমাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সম্পর্কিত কোনও অপপ্রচারকে গুরুত্ব দেবেন না। কোনওপ্রকার প্রতিক্রিয়া থেকে বিরত থাকুন। ঈশ্বরের কৃপায় এবং সকলের শুভেচ্ছায়, আমাদের পরিবার নিরাপদ রয়েছে।’
কিছুদিন আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অমিতাভ বচ্চন সহ গোটা পরিবার। বেশ কিছু বলিউড অভিনেতার বাড়ির অন্যান্য সদস্যরা করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁদের বাড়িও সিল করে দেওয়া হয়েছিল। গত সপ্তাহে লতা মঙ্গেশকর তাঁর বাড়ির গণেশ পুজোর ছবি দিয়েছিলেন।

টুইটারে ফলোয়ার্স বাড়ছে, সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের সহানুভূতি পাচ্ছেন রিয়া, কিন্তু কেন