For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক সঙ্গে আর গান করব না, লতার মান ভাঙাতে অনেক কসরত করতে হয়েছিল মহম্মদ রফিকে

এক সঙ্গে আর গান করব না, লতার মান ভাঙাতে অনেক কসরত করতে হয়েছিল মহম্মদ রফিকে

Google Oneindia Bengali News

লতা মঙ্গেশকরের সঙ্গে যার গান জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন তাঁদের মধ্যে অন্যতম মহম্মদ রফি। একটা সময় ছিল যখন লতা-রফির জুটির গান মানেই সুপারহিট ছবি। পরিচালক গানের জন্য লতা রফিকে সাইন করিেয়ছেন জানলে বড় বড় প্রযোজকরা সই করতেন ছবি। কিন্তু জানেন কি একটা সময়ে প্রকাশ্যে রফির সঙ্গে গান করবেন না বলে জানিয়ে দিয়েছিলন লতাজি। প্রবল রাগারাগির পর্যায়ে চলে গিেয়ছিল তাঁদের সম্পর্ক।

লতা-রফির যুগলবন্দি

লতা-রফির যুগলবন্দি

বলিউডে লতা-রফির যুগলবন্দি আজও সমানভাবে জনপ্রিয়। লতা মঙ্গেশকরের চার বছর ধরে রফির সঙ্গে গান গেয়ে একের পর এক হিট ছবি দিয়েছিলেন। তাঁরা গাইবেন জেনেই বড় বড় তারকারা সই করতেন পরিচালকের সঙ্গে। ষাটের দশকে সুপার হিট ছিল লতা-রফির জুিট। সেই মহম্মদ রফির সঙ্গেও বিবাদে জড়িয়েছিলেন লতা মঙ্গেশকর। বলিউডে কান পাতলেই শোনা যায় সেসব কথা।

কেল বিবাদে জড়ান তাঁরা

কেল বিবাদে জড়ান তাঁরা

বলিউডে সেসময়কার যেসব খবর প্রকাশ হত তা ঘাঁটলে জানা যায় গানের রয়াল্টি নিয়ে দুই জনের মধ্যে বিবাদ তৈরি হয়েছিল। লতাজি মনে করতে একটি গানের রয়্যালটি মিউজিক ডিরেক্টররে মত যিনি গান গেয়েছেন িতনিও সেই রয়্যাল্টির সমান অংশীদার। কিন্তু রফি সাহাবের মত ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি মনে করতেন যেহেতু গায়করা গান গাওয়ার জন্য টাকা পান তাই সেই গানের রয়্যাল্টিতে তার কোনও অধিকার নেই। সেটা কেবল মাত্র সঙ্গীত পরিচালকের জন্য।

প্রকাশ্যেই বিরোধ

প্রকাশ্যেই বিরোধ

এই নিয়ে দুই শিল্পীর মধ্যে বিরোধ চরমে উঠেছিল মায়া ছবির গানের রেকর্ডিংয়ে। লতাজি রফি সাহাবকে প্রকাশ্যেই গানের রয়াল্টি নিয়ে তাঁর মতামত জানতে চেয়েছিলেন। সঙ্গে সঙ্গে রফি সাহাব রয়্যাল্টি ফিরিয়ে দেন। তারপরেই রুষ্ট রফি সাহাব জানিয়ে দেন তিনি আজ থেকে আর কোনও গান গাইবেন না রফি সাহাবের সঙ্গে। এবং অত্যন্ত রুষ্ট হয়ে সেদিন স্টুডিও থেকে বেরিয়ে গিয়েছিেলন তিনি।

শেষে মিটমাট করােলন কে

শেষে মিটমাট করােলন কে

প্রায় টানা ৪ বছর রফি সাহাবের সঙ্গে একটি গানও করেননি লতাজি। এদিকে শ্রোতারা তাঁদের গান শোনার জন্য মুখিয়ে ছিেলন। নানা অনুষ্ঠানে বারবারই এই জুটিেক একসঙ্গে গান করানোর দাবি আসতে শুরু করে। কিন্তু লতাজি কিছুতেই রফি সাহাবের সঙ্গে গান করতে রাজি হচ্ছিলেন না। তারপরেই শেষে দুই শিল্পীর মধ্যে দূরত্ব দূর করতে ময়দানে নামেন অভিনেত্রী নার্গিস। তিনিই বারবার লতাজির সঙ্গে রফিিজর সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেন। শেষে সফলও হয়েছিলেন।

English summary
Lata Mangeshkar death update
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X