For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই সঙ্গীতশিল্পীদের সঙ্গে লতা মঙ্গেশকরের গাওয়া এই গানগুলি আজও সমানভাবে জনপ্রিয়

এই সঙ্গীতশিল্পীদের সঙ্গে লতা মঙ্গেশকরের গাওয়া এই গানগুলি আজও সমানভাবে জনপ্রিয়

Google Oneindia Bengali News

‌ভারতের কোকিলকন্ঠী, সুর সম্রাজ্ঞী, কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর চিরতরে হারিয়ে গেলেন। ৯২ বছর বয়সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। রবিবার তাঁর প্রয়াণে যেন সঙ্গীত জগতের এক যুগের অবসান হল। গত ৮০ বছর ধরে লতা মঙ্গেশকর তাঁর কন্ঠের জাদুতে মুগ্ধ করে রেখেছিলেন গোটা শ্রোতা জগতকে। হিন্দি ইন্ডাস্ট্রি শুধু নয়, বাংলা সহ আঞ্চলিক বহু ভাষায় তাঁর গান আজও অবিস্মরণীয়। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে লতা মঙ্গেশকর রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

লতা মঙ্গেশকর ভারতীয় ধ্রুপদ গানের প্রশিক্ষণ পেয়েছিলেন উস্তাদ আমানত আলি খান, আমানত খান দেবাসওয়ালে ও পণ্ডিত তুলসীদাস শর্মার থেকে। এরপর লতা জি ১৯৪৮ সালে '‌মজবুর’‌ সিনেমায় দিল মেরা তোড়ো না গান গেয়ে হিন্দি সিনেমার প্লেব্যাক জগতে প্রবেশ করেন। তবে ১৯৪৯ সালে মহল সিনেমার বিখ্যাত হান আয়েগা আনেওয়ালা গেয়ে লতা মঙ্গেশকর তাঁর জনপ্রিয়তা অর্জন করেন। আট দশকে লতা জির কর্মজীবনে তিনি হিন্দি, মারাঠি, বাংলা ও অন্যান্য আঞ্চলিক ভাষায় প্রচুর গান গেয়েছেন। ৬০–এর দশকে লতা জির সঙ্গে যুগলবন্দী করেছেন কিশোর কুমার, মহম্মদ রফি, মুকেশ, আরএন চিতলকার, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায় ও মহেন্দ্র কাপুর। অন্যদিকে আরডি বর্মন, অনু মালিকের পরিচালনায় ৭০ ও ৮০–এর দশকে গান গেয়েছেন। এছাড়াও এআর রহমান, যতীন–ললিত, দিলীপ সেন–সমীর সেন, আদেশ শ্রীবাস্তব, কুমার শানু, এসপি বালাসুব্রহ্মনম, উদিত নারায়ণ, অভিজিৎ ভট্টাচার্য, উদিত নারায়ণ, রূপ কুমার রাঠোর, সনু নিগম সহ অনেকের সঙ্গে গান গেয়েছেন লতা মঙ্গেশকর।

লতা মঙ্গেশকর ও মহম্মদ রফি

লতা মঙ্গেশকর ও মহম্মদ রফি

লতা মঙ্গেশকর ও রফি বহু গান একসঙ্গে গেয়েছেন এবং তা জনপ্রিয় হয়েছে। যার মধ্যে ইয়ে দিল তুম বিন কহি লাগতা নেহি (‌ইজ্জত ১৯৬৮)‌, ঝিলমিল সিতারোঁ কা আঙ্গন হোগা (‌জীবন মৃত্যু)‌, কিতনা প্যায়া ওয়াদা হ্যায় ও চড়তি জওয়ানি মেরি চাল মস্তানি (‌কারাবান ১৯৭১)‌ বেশ উল্লেখযোগ্য।

‌ লতা মঙ্গেশকর ও আরএন চিতলকার

‌ লতা মঙ্গেশকর ও আরএন চিতলকার

শোলা জো ভড়কে (‌আলবেলা)‌, কিতনা হাসিন হ্যায় মৌসম (‌আজাদ)‌ ও ভোলি সুরত দিল কে খোটে (‌আলবেলা)‌ এই গানগুলি জনপ্রিয় হয়েছে শুধুমাত্র লতা মঙ্গেশকর ও আরএন চিতলকারের জন্য।

কিশোর কুমার ও লতা মঙ্গেশকর

কিশোর কুমার ও লতা মঙ্গেশকর

এই দুই কিংবদন্তী শিল্পীর একসঙ্গে গাওয়া অগুণিত গান আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে। গাতা রহে মেরা দিল (‌গাইড)‌, কোরা কাগজ থা (‌আরাধনা)‌, লাগ জা গলে (‌ও যো হাসিনা)‌, ভিগি ভিগি রাতো মে (‌অজনবী)‌, জয় জয় শিব শঙ্কর (‌আপ কি কসম)‌, ক্যায়া ইহি প্যায়ার হ্যায় (‌রকি)‌, তেরে চেহরে সে (‌কভি কভি)‌, তেরে মেরে মিলন কি ইয়ে র‌্যায়না (‌অভিমান)‌, ম্যায় শোলা বরষ কি (‌কর্জ)‌ ও তেরে বিনা জিন্দগী সে কই শিকবা তো নেহি (‌আন্ধি)‌ সহ একাধিক গান আজও জনপ্রিয়।

 লতা মঙ্গেশকর ও মুকেশ

লতা মঙ্গেশকর ও মুকেশ

এই দুই কন্ঠের যুগলবন্দীতে জনপ্রিয় হয়েছে কভি কভি মেরে দিল মে (‌কভি কভি)‌, সাওয়ান কা মাহিনা (‌মিলন)‌, দিল তড়প তড়প কে (‌মধুমতী)‌, এক প্যায়ার কা নাগমা হ্যায় (‌শোর)‌, মেহবুব মেরে (‌পাত্থর কা সনম)‌, হর দিল জো প্যায়ার করেগা (‌সঙ্গম)‌, জি হাম তুম চোরি সে (‌ধরতি কাহে পুকারে)‌ ও ফুল তুমহে ভেজা হ্যায় খত মে (‌সরস্বতীচন্দ্র)‌ সহ আরও অনেক গান।

উদিত নারায়ণ ও লতা মঙ্গেশকর

উদিত নারায়ণ ও লতা মঙ্গেশকর

লতা মঙ্গেশকর ও উদিত নারায়ণের একসঙ্গে গাওয়া অনেক গানই বেশ জনপ্রিয়। যার মধ্যে রয়েছে আঁখে খুলি (‌মহাব্বতে)‌, ইয়ে হাম আ গয়ে হ্যায় কাহা (‌বীর-জারা)‌, হামকো হামিসে চুরা লো (‌মহাব্বতে)‌, হো গয়া হ্যায় তুঝকো তো প্যায়ার সাজনা (‌দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে), ভোলি সি সুরাত, দিল তো পাগল হ্যায়, আরে রে আরে (‌দিল তো পাগল হ্যায়)‌ ও অ্যায়সা দেশ হ্যায় মেরা (‌বীর-জারা)‌ সহ আরও অনেক।

‌ লতা মঙ্গেশকর ও সোনু নিগম

‌ লতা মঙ্গেশকর ও সোনু নিগম

এই দুই সঙ্গীত শিল্পীর যুগলে আজও জনপ্রিয় দো পল (‌বীর-জারা)‌, জানে দিল মে কব সে হ্যায় তু (‌মুঝসে দোস্তি করোগে)‌ ও খামোশিয়া গুনগুনানে লগি (‌ওয়ান টু কা ফোর) গানগুলি। ‌

ছবি সৌজন্য ইন্ডিয়ান এক্সপ্রেস

English summary
lata mangeshkar best duet song with these singers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X