For Quick Alerts
For Daily Alerts
অবশেষে প্রকাশ্যে এলো সইফের লাল কপ্তানের ট্রেলর
নাগা সাধুর বেশে সইফ আলি খান। এই নতুন লুকে তাঁকে দেখার জন্য মুখিয়ে রয়েছে গোটা দেশ। অবশেষে দেখা দিয়েছে সেই ছবির এক ঝলক। অভিনেত্রী সোনাক্ষী সিনহা টুইট করেছেন ছবির ট্রেলর। তাতে দেখা গিয়েছে নাগা সাধুর বেশে প্রতিশোধ নেওয়ার জন্য হন্যে হয়ে কিছু খুঁজছেন।

সোনাক্ষীকে দেখা গিয়েছে বাঈজির চরিত্রে। তিনি বরাত দিয়েছেন নাগা সাধুকে খুনের জন্য। ট্রেলার প্রকাশ্যে আসার পরেই শোরগোল পড়ে গিয়েছে বিটাউনে। সইফ ভক্তরা তাঁকে নতুন করে দেখার অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। অনেকদিন পর সইফরে এই অবতারে দেখে মোহিত হয়ে গিয়েছেন দর্শকরা।
ওয়েব সিরিজে দেখা গেলেও তাঁকে বড় পর্দায় দেখা যায়নি অনেক দিন। লাল কপ্তানের লুকে দেখার জন্য অধীর অপেক্ষায় পড়ে রয়েছেন।