(ছবি) হোলি ফটোশ্যুটে সাতরঙে ঝলমলে কৃতী শ্যানন
হোলি সারা দেশের অন্যতম সেরা উৎসব। গোটা ভারত এই রঙের উৎসবে মেতে ওঠে সকলে মিলে। বলিউড সেলেবসরাও তা থেকে বাদ যান কেন। সকলে মিলে মাতোয়ারা হোলির আনন্দে। [বি টাউনের তারকাদের হোলি খেলার অদেখা মুহূর্ত!]
প্রত্যেকেই নিজেদের ব্যস্ত সময় থেকে ফাঁক খুঁজে বের করে প্রিয়জন, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের সঙ্গে হোলির আনন্দে মেত উঠেছেন। অমিতাভ বচ্চন থেকে শুরু করে সুস্মিতা সেন, প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কাপুর, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা সকলেই নিজের মতো করে অনুরাগীদের হোলির শুভেচ্ছা জানিয়েছেন। [নার্গিস ফকরির বিকিনি অবতার ভাইরাল স্যোশাল মিডিয়ায়]

সকলে যেন সুরক্ষিতভাবে ও কম জল অপচয় করে হোলির আনন্দে মেতে ওঠে, তেমনই আর্জি জানিয়েছেন বলিউড সেলেবসরা। স্যোশাল নেটওয়ার্কিং সাইটে এই আবেদন ভক্তগণের প্রতি জানানো হয়েছে। [OMG! এটা কি মুখে দিচ্ছেন শাহরুখ?]
তবে এসবের ফাঁকেই বলিউডের নয়া তারকা কৃতী শ্যানন হোলির রঙে নিজেকে রাঙিয়ে তুলে রঙীন ফটোশ্যুট সেরে নিয়েছেন। কেমন ছিল সেই ফটোশ্যুট তা একঝলকে দেখে নিন। [ভারতের সবচেয়ে দামি সিনেমা রজনীকান্তের 'রোবট ২'!]