For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা চলচ্চিত্রের ১০০ বছরপূর্তি উদযাপন!কলকাতা চলচ্চিত্র উৎসবে থাকছে বিশেষ চমক

আগামী ১০ নভেম্বর উদ্বোধন হতে চলেছে ২৪ তম আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভাল। কলকাতায় উৎসবের মেজাজ আগামী কয়েকদিন এই ফেস্ট ঘিরে আরও খানিকটা উস্কে যাবে বলে মনে করা হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

আগামী ১০ নভেম্বর উদ্বোধন হতে চলেছে ২৪ তম আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভাল। কলকাতায় উৎসবের মেজাজ আগামী কয়েকদিন এই ফেস্ট ঘিরে আরও খানিকটা উস্কে যাবে বলে মনে করা হচ্ছে। আর ২০১৮ সালের কলকাতা ফিল্ম ফেস্টিভাল সম্মান জানাতে চলেছে বাংলা চলচ্চিত্রকে। এবছর এই ফেস্টিভাল পালন করছে বাংলা চলচ্চিত্র উৎসবের ১০০ বছর।

বাংলা চলচ্চিত্রের ১০০ বছরপূর্তি উদযাপন!কলকাতা চলচ্চিত্র উৎসবে থাকছে বিশেষ চমক

প্রতি বছরের মতো এই বছরও মমতা বন্দ্যোপাধ্যায়ের নিমন্ত্রণে কলকাতা ফিল্ম ফেস্টিভালে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আসছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান। উল্লেখ্য, এবছরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রখ্যাত ইরানি ফিল্ম পরিচালক মাজিদ মাজিদি। এদিকে, এবছরের ফেস্টিভালে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলা ছবিকে। বাংলা চলচ্চিত্রের ১০০ বছর পূর্তি অনুষ্ঠানে দেখানো হবে ঋত্বিক ঘটক,সত্যজিৎ রায়, মৃণাল সেনের কিছু কালজয়ী ছবি। বাংলা ছবির ইতিহাস ও পোস্টার, সিনেমা নিয়ে একটি আলাদা প্যাভিলিয়ন থাকছে এই বছরে। ফিল্মফেস্টে থাকছে ১৯১৯ সালের ছবি 'বিল্বমঙ্গল'।

[আরও পড়ুন:উদ্বোধনে অমিতাভ ছাড়াও এই বছর কলকাতা ফিল্ম ফেস্ট-এ আর কোন বড় চমক রয়েছে][আরও পড়ুন:উদ্বোধনে অমিতাভ ছাড়াও এই বছর কলকাতা ফিল্ম ফেস্ট-এ আর কোন বড় চমক রয়েছে]

এবছর কলকাতা ফিল্ম ফেস্টের থিম কান্ট্রি অস্ট্রেলিয়া। সেদেশের একাধিক ছবি দেখানো হবে ফেস্টিভালে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার পরিচালক ফিলিপ নোয়েস।

[আরও পড়ুন:আমির-অমিতাভের 'ঠগস অফ হিন্দোস্তান' কেমন ছবি! উত্তরে জোকস-মশকরায় মাতল টুইটার][আরও পড়ুন:আমির-অমিতাভের 'ঠগস অফ হিন্দোস্তান' কেমন ছবি! উত্তরে জোকস-মশকরায় মাতল টুইটার]

[আরও পড়ুন:দিওয়ালি ফ্যাশনে একতা-শাবানা-শ্রদ্ধা! বলি-তারকাদের উপস্থিতিতে পার্টি যেন চাঁদের হাট][আরও পড়ুন:দিওয়ালি ফ্যাশনে একতা-শাবানা-শ্রদ্ধা! বলি-তারকাদের উপস্থিতিতে পার্টি যেন চাঁদের হাট]

English summary
Kolkata Film Festival 2018, This year KIff to highlight 100 years of Bengali cinema.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X