For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পোস্তা উড়ালপুল দুর্ঘটনার স্মৃতি উসকে দেবে ‘‌কলকাতা চলন্তিকা’‌, প্রকাশ্যে ট্রেলার

Google Oneindia Bengali News

২০১৬ সালের ৩১ অগাস্ট কলকাতা শহরে সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে। আচমকাই ভেঙে পড়ে পোস্তা উড়ালপুল। মানুষের আতর্নাদ, পুলিশের গাড়ির সাইরেন, অ্যাম্বুলেন্সের ঘন ঘন আসা-যাওয়া সবকিছু মিলিয়ে গোটা শহর এক বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিল সেই সময়। এই আতঙ্কে থমকে গিয়েছিল তিলোত্তমা। শহরের সেই ভয়ানক স্মৃতি এবার ফিরতে চলেছে বড় পর্দায়। পরিচালক পাভেল। মঙ্গলবার মুক্তি পেল '‌কলকাতা চলন্তিকা'‌র টিজার।

পোস্তা উড়ালপুল দুর্ঘটনার স্মৃতি উসকে দেবে ‘‌কলকাতা চলন্তিকা’

এই সিনেমার মাধ্যমেই টলিউডে প্রথমবার পা রাখতে চলেছেন জনপ্রিয় ইউটিউবার বং গাই ওরফে কিরণ দত্ত। একেবারে দিতিপ্রিয়া রায়ের বিপরীতে দেখা যাবে কিরণ দত্তকে। একটি গল্পের কেন্দ্রে রয়েছেন অপরাজিতা আঢ‌্য ও রজতাভ দত্ত। আরেকটায় জুটি বেঁধেছেন ইশা সাহা ও সৌরভ দাস। অন‌্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন খরাজ মুখোপাধ‌্যায়, দিতিপ্রিয়া রায়, বিশ্বরূপ বিশ্বাস, শঙ্কর দেবনাথ, অনির্বাণ চক্রবর্তী ও নবাগতা শতাব্দী চক্রবর্তী। যার সূত্রধর হিসাবে দেখা যাবে দ্য বং গাই কিরণ দত্তকে। সিনেমায় এঁরা প্রত্যেকেই বিভিন্ন আর্থ-সামাজিক স্তর থেকে উঠে এসেছেন। কাজের জন্য বা অন্য যে কোনও কারণে এঁদের শহরের ওই উড়ালপুলের ওপর নির্ভর থাকতে হয়। এই উড়ালপুল ভেঙে যাওয়া এবং তার সঙ্গে এই মানুষগুলোর কাহিনী কীভাবে একসূত্রে গাঁথা হয় সেটাই দেখার।

তরুণ পরিচাক পাভেল এই সিনেমা প্রসঙ্গে জানিয়েছেন, বাস্তব ও কল্পনার মিলমিশ এই কলকাতা চলন্তিকা। এতবড় দুর্ঘটনার রেশ কাটিয়েও শহর ফিরেছে স্বাভাবিক ছন্দে। সেটাই দেখানো হবে তাঁর সিনেমাতে। মঙ্গলবার এই টিজার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাভেল সহ অন্যান্য কলা-কুশলীরা। তবে দেখা মেলেনি দিতিপ্রিয়ার। এই ছবির কাহিনি লিখেছেন স্বাতী বিশ্বাস ও পাভেল যৌথভাবে। এই সিনেমাটি মুক্তি পাবে ২৬ অগাস্ট।

English summary
upcoming bengali movie kolkata chalantika teaser out
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X