For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিরো আলমের সম্পত্তি-আয়ের পরিমাণ জানেন! বাংলাদেশ নির্বাচনে এই প্রার্থী অবাক করছেন

বাংলাদেশের সাধারণ নির্বাচনে বগুড়া ৪ (নন্দীগ্রাম-কাহালু) কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন হিরো আলম।

  • |
Google Oneindia Bengali News

বাংলাদেশের সাধারণ নির্বাচনে বগুড়া ৪ (নন্দীগ্রাম-কাহালু) কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন হিরো আলম। তাঁর প্রার্থীপদ নিয়ে বেশ কিছুটা টালবাহানর পর শেষমেশ ভোটের ময়দান দাপটে লড়াই করতে প্রস্তুত বাংলাদেশের সোশ্যাল মিডিয়া সেনসেশন হিরো আলম। আপাতত নির্বাচনে লডা়ইয়ের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহে ব্যস্ত তিনি। তবে তার আগে দেখে নেওয়া যাক নির্বাচনী হলফনামায় নিজের সম্পত্তি নিয়ে কোন কোন তথ্য জানিয়েছেন এই সোশ্যাল মিডিয়া স্টার।

হলফনামায় কী জানিয়েছেন হিরো আলম?

হলফনামায় কী জানিয়েছেন হিরো আলম?

নির্বাচনী হলফনামায় হিরো আলম জানিয়েছেন , তিনি 'স্বশিক্ষিত'। 'হিরো আলম জাতীয় পার্টি'-র পক্ষ থেকে তিনি বাংলাদেশ সাধারণ নির্বাচনে অংশ নিতে চান। পেশা হিসাবে নিজেকে অভিনেতা বলে জানিয়েছেন তিনি।

উপার্জন কত?

উপার্জন কত?

হলফনামায় হিরো আলম জানিয়েছেন, অভিনয় ও কৃষিকাজ করে তাঁর সংসার চলে। সেখান থেকে মোট আয় বার্ষিক ২ লাখ ৫৮ হাজার টাকা। অস্থাবর সম্পত্তির মধ্যে তাঁর কোনও নগদ টাকা নেই। ব্যাঙ্কে আছে ১ হাজার টাকা।

সম্পত্তি হিসাবে কী কী রয়েছে?

সম্পত্তি হিসাবে কী কী রয়েছে?

হিরো আলম জানিয়েছেন সম্পত্তি হিসাবে তাঁর কাছে রয়েছে ৮৭ হাজার টাকার একটি মোটরসাইকেল, অন্যদিকে ফ্রিজ, মোবাইল, টিভি, ফ্যান মিলিয়ে একলাখ টাকার সম্পত্তি রয়েছে। বাকি দেড় লাখটাকার আসবাব রয়েছে। স্ত্রী নামে রয়েছে ২০ হাজার টাকার সোনার গয়না। স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে ২ লাখ ১০ হাজার টাকার সম্পত্তি।

কীভাবে লড়বেন নির্বাচনী লড়াই?

কীভাবে লড়বেন নির্বাচনী লড়াই?

নির্বাচনে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ নিয়ে আপাতত বেশ চিন্তায় হিরো আলম। তবে তাঁর দাবি, আপাতত শ্বশুর, ভগ্নিপতি সহ বিভিন্ন আত্মীয়দের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে নির্বাচনী আঙিনায় এগিয়ে যাবেন হিরো আলম।

English summary
Know the wealth and property of Hero Alom, who is contesting in Bangladesh elections.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X