For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গানের তালিম ছাড়া জনপ্রিয়তার শীর্ষ ছুঁয়েছিলেন, প্রয়াত গায়ক কে কে–এর সম্পর্কে জানুন এই অজানা তথ্য

গানের তালিম ছাড়া জনপ্রিয়তার শীর্ষ ছুঁয়েছিলেন, প্রয়াত গায়ক কে কে–এর সম্পর্কে জানুন এই অজানা তথ্য

Google Oneindia Bengali News

কৃষ্ণকুমার কুন্নাথ, যিনি বলিউডে কে কে নামে পরিচিত, কলকাতায় কনসার্ট করতে এসে আকস্মিকভাবে মৃত্যু হল তাঁর। কে কে তাঁর অসাধারণ গলার আওয়াজের মাধ্যমে নিজের শ্রোতাদের সঙ্গে সর্বদা যোগ রাখতেন। শুধু তাই নয়, তিনি একজন দারুণ মানুষও ছিলেন। ভারতীয় সঙ্গীত ইন্ডাস্ট্রিতে তিনি ২৫টা বছর কাটিয়েছেন আর তাঁর ঝুলিতে রয়েছে একাধিক জনপ্রিয় গান। তাঁর প্রয়াণে অবশ্যই শোকস্তব্ধ গোটা সঙ্গীত জগত। আসুন জেনে নেওয়া যাক কে কে–এর কিছু অজানা তথ্য

স্ত্রীয়ের অবদান

স্ত্রীয়ের অবদান

কে কে তাঁর গানের কেরিয়ারের সফলতার জন্য তাঁর স্ত্রী জ্যোতি লক্ষ্মী কৃষ্ণের অবদানকে অস্বীকার করেননি কোনওদিন। অনেক কম মানুষই এটা জানেন যে কে কে সেলসে কাজ করার সময়ই জ্যোতিকে বিয়ে করেন। কিন্তু এই চাকরি নিয়ে ক্রমশঃ হতাশ হতে থাকলে কে কে-এর পাশে এসে দাঁড়ান তাঁর স্ত্রী জ্যোতি এবং স্ত্রীর সমর্থনে তিনি সেলসের কাজ ছেড়ে নিজের ভালোলাগা গানকে বেছে নেন।

গানের তালিম নেননি কোনওদিন

গানের তালিম নেননি কোনওদিন

দেশজুড়ে যাঁর গলার মধুরতায় মুগ্ধ শ্রোতাকূল সেই কে কে গানের কোনও তালিম নেননি কোনওদিন। এক সাক্ষাতকারে কে কে জানিয়েছিলেন যে তিনি গান শুনে গান শিখেছেন।

কে কে অনুপ্রেরণা ছিলেন কিশোর কুমার

কে কে অনুপ্রেরণা ছিলেন কিশোর কুমার

কিশোর কুমার ছিলেন কে কে-এর গানের অনুপ্রেরণা। কে কে যখন জানতে পারেন যে তাঁর অনুপ্রেরণা কিশোর দাও কোনওদিন গানের তালিম নেননি, কে কে সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে কোনও গানের তালিম ছাড়াই সঙ্গীত ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন।

হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করতেন

হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করতেন

১৯৯৪ সালে দিল্লি থেকে মুম্বই আসার আগে এবং জনপ্রিয় বলিউড গায়ক হওয়ার আগে কে কে হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করতেন।

একাধিক ভাষায় গান গেয়েছেন

একাধিক ভাষায় গান গেয়েছেন

৫০০টির বেশি হিন্দি গানের পাশাপাশি কে কে তামিল, তেলেগু, মারাঠি, কন্নড়, বংলা, মালায়ালম, গুজরাটি ও অসমীয়ার মতো একাধিক ভারতীয় ভাষায় গান গেয়েছেন।

 জিঙ্গেল গেয়েছেন কে কে

জিঙ্গেল গেয়েছেন কে কে

বলিউডে বড় ব্রেক পাওয়ার আগে কে কে জানিয়েছিলেন যে তিনি ১১টি ভাষায় সাড়ে তিনশোর বেশি জিঙ্গেল গেয়েছেন।

Exclusive: জড়িয়ে অসংখ্য স্মৃতি, কিশোর কুমারের গান শুনেই গায়ক হওয়া, KK-র স্মৃতিচারণায় অমিত কুমারExclusive: জড়িয়ে অসংখ্য স্মৃতি, কিশোর কুমারের গান শুনেই গায়ক হওয়া, KK-র স্মৃতিচারণায় অমিত কুমার

English summary
know the unknown facts about late playback singer kk
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X