For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কবে মুক্তি পাচ্ছে জুনিয়র এনটিআর–রাম চরণের ‘‌আরআরআর’‌?‌ ঘোষণা নির্মাতাদের

কবে মুক্তি পাচ্ছে জুনিয়র এনটিআর–রাম চরণের ‘‌আরআরআর’‌?‌ ঘোষণা নির্মাতাদের

Google Oneindia Bengali News

জুনিয়র এনটিআর ও রাম চরণ অভিনীত আরআরআর ২০২২ সালের সবচেয়ে অপেক্ষিত সিনেমা। তবে কোভিড–১৯ মহামারির কারণে এই ছবির মুক্তির দিন পিছিয়ে দিতে হয়। আরআরআর–এর নিমার্তারা জানিয়ে ছিলেন যে এই সিনেমাটি নয় ১৮ মার্চ অথবা ২৮ এপ্রিল মুক্তি পেতে পারে। কিন্তু এবার এই সিনেমা মুক্তির প্রকৃত তারিখ জানা গেল তা হল ২৫ মার্চ, এদিনই মুক্তি পাবে ত্রিপল আর সিনেমাটি।

কবে মুক্তি পাচ্ছে জুনিয়র এনটিআর–রাম চরণের ‘‌আরআরআর’‌?‌ ঘোষণা নির্মাতাদের

১ জানুয়ারি আরআরআর–এর নির্মাতারা ঘোষণা করেছিলেন যে এই ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হল। এরপর তারা দু’‌টি তারিখ দেয় এবং সোমবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা গিয়েছে যে এই সিনেমাটি ২৫ মার্চ মুক্তি পাবে একাধিক ভাষায়। টুইটারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, করোনা মহামারির কারণে বারংবার এই ছবির মুক্তি পিছিয়ে দিতে বাধ্য হয়েছিএনল নির্মাতারা। কিন্তু করোনা বৃদ্ধি পাওয়ায় দিল্লিসহ দেশের বিভিন্ন প্রান্তে সিনেমা হল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। আবার কোথাও ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা রাখার ঘোষণাও করা হয়। শেষমেশ এই পরিস্থিতিতে মুক্তি স্থগিত করতে বাধ্য হয় সিনেমাটির নির্মাতারা। তবে এখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই চূড়ান্ত মুক্তির দিন ঘোষণা করা হল আরআরআর সিনেমার।

এসএস রাজমৌলি পরিচালিত আরআরআর ১৯২৯ সালের কাহিনীর প্রেক্ষাপটে তৈরি। দুই স্বাধানতা সংগ্রামী কোমারাম ভীম ও আল্লুরি সীতারামার্জু, যাঁদের চরিত্রে অভিনয় করছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এই সিনেমায় বলিউডের আলিয়া ভাট, অজয় দেবগণ, অলিভিয়া মরিস, রে স্টিভেনসন সহ অন্যান্যদের দেখা যাবে। জানা গিয়েছে ৪৫০ কোটি টাকায় তৈরি হয়েছে এই সিনেমাটি।

English summary
know the rrr movie release date
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X