গুপ্তযৌন রোগ ঘিরে সমস্যা! সোনাক্ষীর 'খানদানি সাফাখানা' দিচ্ছে কোন বার্তা
সমাজিকব্যাধী আর ভাবনা চিন্তাকে কেন্দ্র করে এযাবৎকালে বলিউডে একাধিক ছবি এসেছে। 'প্যাডম্য়ান','শুভ মঙ্গল সাবধান ', 'বধাই হো'-এর মতো ছবি একের পর এক বার্তা দিয়েছে সমাজকে। এবার সেই তালিকাতেই নাম লেখাচ্ছে 'খানদানি শফাখানা'।

যৌনতা, যৌনরোগ সংক্রান্ত বহু ঘটনাকেই লোকলজ্জার ভয়ে অনেকেই সামনে আনতে চানান। কোনওভাবেই সামাজিক ক্ষেত্রে প্রসঙ্গ তুলতে চাওয়া হয় না যৌনতার। আর সেই সামাজিক ধ্যানধারনা, ভাবনা চিন্তা নিয়েই ছবি ' খানদানি সফাখানা'। সোনাক্ষী সিনহা, গায়ক বাদশা, অভিনেতা বরুণ শর্মা অভিনীত ছবির ট্রেলারই স্পষ্ট করে দিচ্ছে ছবির চিত্রনাট্যের বার্তা।
একদিকে যেমন সামাজিকব্যাধী, অন্যদিকে তেমন মহিলাদের নিয়ে সামাজিক সামানধিকারের প্রশ্নেও ফিল্ম দিয়েছে বার্তা। ছবিতে সোনাক্ষী রয়েছেন বেবী বেদীর চরিত্রে। আর বাদশা রয়েছেন 'গব্রু' -র চরিত্রে। ছবি আপাতত ট্রেলারেই ট্রেন্ডিং এ। এবার অপেক্ষা ছবি মুক্তির। আগামী ২৬ জুলাই মুক্তি পেতে চলেছে ছবিটি।