For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাত্র ৭২ ঘটার মধ্যেই ১০০ কোটির ক্লাবে, নয়া নজির গড়ল কেজিএফ চ্যাপ্টার-২

মাত্র ৭২ ঘটার মধ্যেই ১০০ কোটির ক্লাবে, নয়া নজির গড়ল কেজিএফ চ্যাপ্টার-২

Google Oneindia Bengali News

দেশের প্রধানমন্ত্রী প্রশ্ন করছেন, "শুনেছি আপনার কাছে নাকি অনেক সোনা আছে" এর উত্তরে হিরো রকি প্রধানমন্ত্রীকে উল্টো প্রশ্ন করেন, 'হ্যাঁ... যদি দেশের ঋণ শোধ করতে চান তাহলে আমাকে বলুন'। এই ডায়লগ এখন সুনামির ঢেউয়ের মত ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। যাকেই জিজ্ঞাসা করা হোক না কেন সকলের মুখে এখন একটাই নাম, 'রকি ভাই'। কথা হচ্ছে কেজিএফ চ্যাপ্টার-২-এর। এককথায় ফের একবার দক্ষিণে মাত গোটা দেশ। বক্স অফিসে একচেটিয়া রাজত্ব করছে সুপারস্টার যশ অভিনীত এই সিনেমা। শুধু তাই নয়, দেশের বিভিন্ন রাজ্যে প্রায় প্রতি শোয়ের টিকিট অ্যাডভান্স বুকিং-এ হাউজফুল হচ্ছে এই ছবির, আর যাকে ঘিরে উন্মাদনা তুঙ্গে দর্শক মহলে।

১০০ কোটির ক্লাবে

১০০ কোটির ক্লাবে

সাধারণত কোনও ছবি যখন বক্স অফিস কালেকশনের দিক থেকে ১০০ কোটির গণ্ডী পার করে তখন তাকে এলিট ক্লাসের লিস্টে সামিল করা হয়। সেই হিসেবে এবার নয়া নজির তৈরি করল দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের এই সিনেমা কেজিএফ চ্যাপ্টার-২। কারণ এর হিন্দি ভার্সান মুক্তি পাওয়ার মাত্র ৩দিনের মধ্যেই পার করে ফেলেছে ১০০ কোটির বক্স অফিস কালেকশন। অর্থাৎ রিলিজ হওয়ার মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই অন্যান্য সব রেকর্ড ভেঙে এলিট ক্লাসে ঢুকে পড়েছে 'রকি ভাই'।

'রকি ভাই' হিট হ্যায়!

'রকি ভাই' হিট হ্যায়!

ফিল্ম সমালোচক এবং বিজনেস ক্রিটিকদের মতে এই সিনেমা ঐতিহাসিক রেকর্ড তৈরি করার দিকে যাচ্ছে। সারা বিশ্বে মাত্র দুই দিনে ৩০০ কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে কেজিএফ চ্যাপ্টার ২। যেখানে এর শুধুমাত্র হিন্দি সংস্করণ থেকেই বক্স অফিস কালেকশন ১০০ কোটি পার করেছে মাত্র ৩দিনে। আর সেখানে দেশ জুড়ে একটাই রব, 'রকি ভাই হিট হ্যায়'। সিনেমার প্রথম ভাগ সুপারহিট হওয়ার পর প্রত্যাশা তো ছিলোই। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর কেজিএফ চ্যাপ্টার-২ নিয়ে এখন দর্শকদের উন্মাদনা যে তুঙ্গে তা বলে বাহুল্য।

'যশ-স্বী' ভবঃ

'যশ-স্বী' ভবঃ

এতদিন ভারতে মেগা তারকা বলতেই নাম এসেছে বিগ বি অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান বা সলমন খানের মত তারকার। এর পর নাম এসেছে কোনও বিখ্যাত টাইটেলধারী নায়ক বা নায়িকার। কিন্তু হিরোচিত দেখতে না হয়েও যে নিজের গুণ দিয়ে 'থালাইভা' হওয়া যায় তা প্রথম প্রমান করেছেন মেগাস্টার রজনীকান্ত। আর সেই ধারা বয়ে নিয়ে চলেছেন, প্রভাস, আল্লু অর্জুন ও যশের মত তারকারা। বাহুবলীর পর যেমন প্রভাস ঝড়ে এখনও কুপোকাত ইন্ডাস্ট্রি, ঠিক তেমনই কেজিএফ-এর সাফল্যের পিছনে বহু অংশে দায়ী অভিনেতা যশ-এর অভিনয় ক্ষমতা ও অ্যাকশন টাইমিং, এমনটাই মত ফিল্ম ক্রিটিকদের।

প্রথম দিনেই সফল

প্রথম দিনেই সফল

মুক্তির প্রথম দিনেই সফল হওয়ার তকমা লাভ করেছে কেজিএফ চ্যাপ্টার ২। ইতিমধ্যেই এর শুধু হিন্দি ভার্শন থেকেই তিন দিনের মধ্যে ১৬২ কোটি টাকা আয় করেছে এই সিনেমা। এমনকি দেশের বাইরেও রমরমা ব্যবসা করছে এটি। মার্কিন যুক্তরাষ্ট্রে ৪ মিলিয়ন ডলারের দিকে দৌড়াচ্ছে কেজিএফ চ্যাপ্টার ২, শনিবারেই সেদেশে ১ মিলিয়ন ডলার আয় করেছে এটি। পাশাপাশি ভারতের তামিলনাড়ুতে মাত্র ৩ দিনে ৩০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই সিনেমা। দিন ১ - ৮.২৪ কোটি দিন ২ - ১০.৬১ কোটি দিন ৩ - ১১.৫০ কোটি। মোট - ৩০.৩৫ কোটি, হিসেবটা ঠিক এইরকম। প্রশান্ত নীলের পরিচালনায় কেজিএফ চ্যাপ্টার ২ সিনেমায় যশ ছাড়াও আছেন সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, রবিনা ট্যান্ডন, প্রকাশ রাজ, মালবিকা অবিনাশ, জন কোকেন, শরণ প্রমুখ তারকারা।

সাঁতারে রুপোর পর সোনা পেলেন মাধবন পুত্র, সাফল্যের শীর্ষে বেদান্তসাঁতারে রুপোর পর সোনা পেলেন মাধবন পুত্র, সাফল্যের শীর্ষে বেদান্ত

English summary
kgf chapter 2 entered 100 crore club only in just three days make a history
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X