For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কেদারনাথ'- এ মাতালেন নবাব-কন্যা সারা! সুশান্তের সঙ্গে জমজমটা প্রেমের ভিডিও দেখে নিন

অপেক্ষা , বিতর্কের দীর্ঘ পর্ব শেষ করে এদিন মুক্তি পেল 'কেদারনাথ' ছবির টিজার। সইফ আলি খান ও অমৃতার কন্যা সারা আলি খান এই ছবির মাধ্যমে পা রাখতে চলেছেন বলিউডে।

  • |
Google Oneindia Bengali News

অপেক্ষা , বিতর্কের দীর্ঘ পর্ব শেষ করে এদিন মুক্তি পেল 'কেদারনাথ' ছবির টিজার। সইফ আলি খান ও অমৃতার কন্যা সারা আলি খান এই ছবির মাধ্যমে পা রাখতে চলেছেন বলিউডে। ছবিতে সারার সঙ্গে জুটি বেঁধেছেন সুশান্ত সিং রাজপুত।

কেদারনাথ- এ মাতালেন নবাব-কন্যা সারা! সুশান্তের সঙ্গে জমজমটা প্রেমের ভিডিও দেখে নিন

এদিন প্রকাশিত হল সারা আলি খান ও সুশান্ত সিং রাজপুত অভিনীত ছবি 'কেদারনাথ'-এর প্রথম পোস্টার ও টিজার ভিডিও। ছবিতে কেদারনাথের 'পিঠো' র ভূমিকায় রয়েছেন সুশান্ত। 'পিঠো' অর্থাৎ যাঁরা পিঠে যাত্রী বহন করে নিয়ে যান। এমনই একজন পাহাড়ি মানুষের ভূমিকায় দেখা যাবে সুশান্তকে। অভিষেক কাপুর পরিচালিত এই ছবিতে সারার একজন পর্যচকের ভূমিকায় রয়েছেন। এই পর্যটকের সঙ্গে 'পিঠো'র প্রেম নিয়েই গল্প বুনেছে 'কেদারনাথ'।

শুধু ছবির টিজার নয় এদিন মুক্তি পেয়েছে ছবির প্রথম পোস্টার লুকও। সেই পোস্টার লুক এর ছবি প্রকাশ করেন পরিচালক অভিষেক কাপুর।

[আরও পড়ুন:নিউ ইয়র্কে আইবুড়োভাতে পার্টির মেজাজ জমালেন প্রিয়াঙ্কা! দেখুন বিরল মুহূর্তের ছবি ][আরও পড়ুন:নিউ ইয়র্কে আইবুড়োভাতে পার্টির মেজাজ জমালেন প্রিয়াঙ্কা! দেখুন বিরল মুহূর্তের ছবি ]

ছবিতে মুক্কুর ভূমিকায় রয়েছেন সারা আলি খান। পর্যটক মুক্কু গৌরী কুণ্ড থেকে কেদারনাথের পথে যাওয়ার সময় তাঁকে পিঠে করে ১৪ কিলোমিটার বয়ে নিয়ে যান মুসলিল ধর্মাবলম্বী মনসুর। মনসুর আর মক্কুর প্রেমকাহিনির প্রেক্ষাপটে রয়েছে উত্তরাখণ্ডের বিধ্বংসী বন্যা। ছবিটি মুক্তি পেতে চলেছে এই বছরের ডিসেম্বরে।

[আরও পড়ুন: 'মি টু শুধুই চেঁচামিচি, চিৎকার', বিয়ের গুঞ্জনের মধ্যে মুখ খুললেন মালাইকা][আরও পড়ুন: 'মি টু শুধুই চেঁচামিচি, চিৎকার', বিয়ের গুঞ্জনের মধ্যে মুখ খুললেন মালাইকা]

English summary
Kedarnath teaser will go a long way in dispersing the clouds of doubts around this film’s fate. Sara Ali Khan’s debut vehicle that sees her as a girl-next-door with Sushant Singh Rajput as a pithoo -- people who carry pilgrims on their back -- at the Kedarnath shrine.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X