
আজ ভিকি-ক্যাটের আইনি বিবাহ, অধীর আগ্রহে দর্শকরা
বলিউডের আজ বড় খবর! ৯ ই ডিসেম্বর রাজস্থানের এক বিলাসবহুল প্রাসাদে চার হাত এক হতে চলেছে এই বলিউড জুটির। তার আগেই আজ আইনি বিবাহ সারবেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। যা নিয়ে জল্পনা তুঙ্গে। আজ ৩ ডিসেম্বর এই জুটির বিবাহ হবে বিশেষ বিবাহ আইন, ১৯৫৪ অ্যাক্টে।

দম্পতি ৯ই ডিসেম্বর বিবাহের আগে আইনি বিবাহের সিদ্ধান্ত নিয়েছেন। মুম্বাইতে ৩ জন সাক্ষী ও একজন রেজিস্ট্রারকে নিয়ে ঘোষণাপত্রে স্বাক্ষর করবেন তারা। যদি ভিকি- ক্যাট দুজনেই বিবাহের সমস্ত কিছু গোপন রাখতে চান। যেহেতু ভিকি-ক্যাট ভিন্ন ধর্মীয় পটভূমির, তাই বিশেষ বিবাহ আইন ১৯৫৪ আইনের অধীনে তাদের বিয়ে হবে। সপ্তাহের শেষের দিকে তারা রাজস্থানে উড়ে যাবেন বলে আশা করা হচ্ছে।
ভিকি ও ক্যাটরিনার বিয়েতে যে সমস্ত নিষেধাজ্ঞা থাকছে
১) ছবি বা ভিডিও তোলা যাবে না
২) বিবাহ বাসরের কাছাকাছি ড্রোন ক্যামেরা নিষিদ্ধ
৩) সোশ্যাল মিডিয়ায় যাতে কোনও ছবি বা ভিডিও আপলোড করা যাবে না
8) সোশ্যাল মিডিয়ায় কোনও লোকেশন শেয়ার করা যাবে না
৫) বিবাহের সময় ভিডিও তোলা যাবে না
বিবাহ বাসরে যে সমস্ত অতিথি আসবেন তাদের একটি সিক্রেট কোড দেওয়া হবে। অতিথিদের কারোর নামে নিমন্ত্রন করা হবে না, সিক্রেট কোড দিয়ে আমন্ত্রন জানানো হবে। সেটা একমাত্র অতিথিরাই জানবেন। সেই কোডের ভিত্তিতেই তিনি বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন। হোটেলে থাকবেন, হোটেলের সব সুবিধাও ভোগ করতে করবেন।
ভিকি ক্যাটের বিয়েতে সিক্রেট কোড, থাকছে নিষেধাজ্ঞা
এমনকী বিবাহ বাসরে কোন কোন অতিথি উপস্থিত থাকছেন তাও থাকবে গোপনীয়। যদি গুঞ্জন শোনা যাচ্ছে উপস্থিত থাকতে পারেন, কবীর খান, রোহিত শেট্টি, আলি আব্বাস জাফার, মিনি মাথুর সিদ্ধার্থ মলহোত্র, কিয়ারা আডবানিরা, বরুণ ধবন। যদিও এবিষয়ে নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি ভিকি ও ক্যাট।
সূত্র মারফত জানা গিয়েছে, বলিউডের এই জুটির বিবাহবাসরে উপস্থিত থাকতে পারেন প্রায় ২০০ জনের মত অতিথি। ৯ ডিসেম্বর ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হবে জয়পুরে।