For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পদ্মাবতী বিতর্কে আরও বড় গোলমাল পাকানোর হুঁশিয়ারি কারনি সেনার

সেন্সর বোর্ড ও সিনেমার নির্মাতারা আলোচনা করে সমস্যা সমাধানের রাস্তা খুঁজে নিলেও পদ্মাবতী বিতর্কে ইতি টানতে চাইছে না কারনি সেনা।

  • |
Google Oneindia Bengali News

সেন্সর বোর্ড ও সিনেমার নির্মাতারা আলোচনা করে সমস্যা সমাধানের রাস্তা খুঁজে নিলেও পদ্মাবতী বিতর্কে ইতি টানতে চাইছে না কারনি সেনা। সেন্সর বোর্ড ও পদ্মাবতী নির্মাতাদের সমঝোতাকেও কড়া সমালোচনা করে সরকার ও সেন্সর বোর্ডকে এর ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কারনি সেনা।

পদ্মাবতী বিতর্কে বড় গোলমাল পাকানোর হুঁশিয়ারি কারনি সেনার

কোনওভাবেই সিনেমাটি মুক্তির পক্ষে নয় তাঁরা। পদ্মাবতী মুক্তি পেলে এর ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শুক্রবার কারনি সেনা স্পষ্ট জানিয়েছে, সিনেমাটি মুক্তি পাওয়া চলবে না। এমন হলে এর ফল ভোগ করতে হবে। যার অর্থ ফের গোলমাল পাকানোর চেষ্টা করবে কারনি সেনা সদস্যরা।

রাজপুত কারনি সেনার জাতীয় সভাপতি সুখদেব সিং বলেছেন, সিনেমাটি মুক্তি পেলে তার পরের ফলের জন্য সেন্সর বোর্ড ও বিজেপি সরকার সম্পূর্ণ দায়ী থাকবে।

গতবছরের ২৮ ডিসেম্বর সেন্সর বোর্ড দীর্ঘ আলোচনার পর বেশ কয়েকটি কাট ও নাম বদল করে পদ্মাবতী সিনেমাটি রিলিজ করার নির্দেশ দেয়। সিনেমাটিকে ইউ-এ শংসাপত্রও দেওয়া হয়েছে। তারপরই ফের একবার পদ্মাবতী বিতর্ক নিয়ে মুখ খুলে বিতর্ক তৈরির চেষ্টা শুরু করেছে কারনি সেনা।

English summary
Karni Sena refuses to relent on release of Padmavati, warns of consequences
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X