‘লাল সিং চাড্ডা’র শুটিং শুরু হওয়ার আগে স্বর্ণমন্দিরে দর্শনে গেলেন করিনা
পাঞ্জাবে শুটিং চলছে আমির খানের 'লাল সিং চাড্ডা’র। যোগ দিয়েছেন ছবির আর এক মুখ্য অভিনেত্রী করিনা কাপুর খানও। তবে শুটিং শুরু হওয়ার আগে করিনা অমৃতসরের স্বর্ণমন্দির দর্শনে গেলেন। তাঁর আসন্ন ছবি 'গুড নিউজ’ ও পরবর্তী ছবির জন্য প্রার্থনা করতে।

ইনস্টাগ্রামে করিনা স্বর্ণমন্দির দর্শনের ছবি শেয়ার করেছেন। যা মূহুর্তে ভাইরাল হয়ে গিয়েছে। তাঁর পরনে রয়েছে ধূসর রঙের স্ট্রাইপড স্যুট এবং ওড়না। অমৃতসরে এখন বেশ ভালোই ঠাণ্ডা রয়েছে, তাই ঠাণ্ডাকে কাবু করতে করিনা সঙ্গে নিয়েছেন কালো রঙের স্টোল। তাঁর সঙ্গে রয়েছেন ম্যানেজার এবং তাঁর টিমের সদস্যরা। করিনার সঙ্গে আমির খানের 'লাল সিং চাড্ডা’ তৃতীয় ছবি। এর আগে এই জুটিকে 'থ্রি ইডিয়টস’ এবং 'তলাশ’–এ দেখা গিয়েছিল। প্রসঙ্গত, ১৯৯৪ সালে হলিউড ছবি 'ফরেস্ট গুম্প’–এর বলিউড রিমেক হল 'লাল সিং চাড্ডা’। এই ছবির ফার্স্ট লুকে দেখা দিয়েছিলেন আমির খান। লম্বা ও একমুখ দাঁড়ি সঙ্গে পাগড়ি পরে রয়েছেন তিনি, পরনে গোলাপি রঙের চেকড শার্ট। আমিরেরে চোখে খুশির ঝিলিক দেখা যাচ্ছে। তবে এখনও করিনার লুকস সামনে আসেনি। তবে বেশ কিছু শুটিংয়ে তাঁকে সাধারণ সালোয়ার–কামিজে দেখা গিয়েছে।
বর্তমানে করিনা তাঁর আসন্ন ছবি 'গুড নিউজ’–এর প্রচার নিয়ে ব্যস্ত। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন অক্ষয় কুমার। করিনা–অক্ষয় ছাড়াও ছবিতে অভিনয় করছেন দিলজিত ও কিয়ারা আদবানি। ২৭ ডিসেম্বর এই ছবিটি মুক্তি পাবে। করিনাকে এরপর ইরফান খানের সঙ্গে 'অ্যাংরেজি মিডিয়াম’ ছবিতে দেখা যাবে।
জুনের বিয়েতে যিশু-শুভশ্রী কাড়লেন নজর! ভাইরাল হল জমজমাট আসরের ভিডিও