ফের জুটি বাঁধছেন আমির-করিনা, এবার হলিউড ফিল্মের রিমেকে
তলাশ, থ্রি ইডিেয়টের পর ফের একসঙ্গে দেখা যাবে আমির খান এবং করিন কাপুরকে। লাল সিং চড্ডা ছবিতে জুটি বাঁধছেন তাঁরা। টম হ্যাঙ্কস অভিনীত হলিউড ফিল্ম ফরেস্ট গাম্পের রিমেক হতে চলেছে লাল সিং চড্ডা। আমির খান নিজেও প্রোযোজনায় অংশীদার। অতুল কুলকার্নির চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করছেন অদবৈদ চন্দন। ২০২০ সালের ক্রিসমাসে ছবির মুক্তির দিন ঠিক হয়েছে।

টম হ্যাঙ্কস অভিনীত ফরেস্ট গাম্প আমেরিকা কমেডি ড্রামা। যেটি তৈরি হয়েছিল উইনস্টন গ্রুমের লেখা নোভেল অবলম্বনে। হলিউড ছবির রিমেক হলেও আমির-করিনার জুটি নিয়েই বেশি উৎসাহী দর্শকরা। দীর্ঘদিন পরে তাঁদের একসঙ্গে দেখা যাবে সেলুলয়েডে। আমির খানের গত কয়েকটি ছবি তেমন কামাল করতে পারেনি বক্স অফিসে। খুব সাম্প্রতিক ঠগস অব হিন্দুস্তান একেবারেই অসফল বলা চলে।
দর্শকরা আমিরকে মেনে নেননি সেই ছবিতে। সপ্তাহ খানেক বক্স অফিসে কয়েকদিন বেশি ব্যবসা করতে পারেনি। পারফেকশনে কোথায় যেন খামতি থেকে গিয়েছিল পারফেকশনিস্ট আমির খানের। নতুন প্রোজেক্টে দর্শকদের কতটা আশা পূরণ করতে পারেন তিনি সেটাই এখন দেখার।