৩৭৭ ধারা নিয়ে কেন কেঁদে ফেলেছিলেন করণ! সমকামী বিবাহ নিয়ে এবার বোমা ফাটালেন বলি-সেলেব
এক সাম্প্রতিক অনুষ্ঠানে সমকাম ও সমকামীদের নিয়ে আলোচনা সভায় যোগ দিয়ে খবরের শিরোনাম কেড়ে নেন করণ জোহর। অনুষ্ঠানে করণ দাবি করেন, তিনি সমকামের বিরুদ্ধের আইন উঠে যাওয়া নিয়ে মুখ খুলেছেন।

অনুষ্ঠানে সমকামিতা নিয়ে করণকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'সমকামিতার বিরুদ্ধের আইন যেদিন তুলে দেওয়া হয়,সেদিন সকালে আমি কেঁদেছিলাম। কেঁদেছিলাম সমকারীদের কথা ভেবে। আমি কেঁদে ছিলাম শেষমেশ তাঁরা স্বাধীনতা পেল ভেবে। এখন আমাদের দেশে সমাধন ভালোবাসার অধিকার সকলের জন্য রয়েছে। এটা ঐতিহাসিক বিচার ছিল। ' এর সঙ্গেই তিনি জানান, যেদিন কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া হয় সেদিনও কেঁদে ফেলেছিলেন করণ।
করণের দাবি, ভবিষ্যতে সমকামী বিবাহ নিয়ে সরব হয়েছেন করণ। করণ জোহর জানান, আগামী দিনে তিনি দেখতে চান দেশে সমকামী বিবাহ নিয়েও আর কোনও বাধা যেন না থাকে।
[দিল্লিতে অক্ষরধাম মন্দিরের সামনে চলল গুলি, জোরদার করা হল নিরাপত্তা]