For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাপুর পরিবারের গণপতি বিসর্জন ঘিরে উন্মাদনা, হাজির রনবীর থেকে রণধীর

গণেশ চতুর্থী উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারেও সেজে উঠেছিল মুম্বই। পুজোর পাশপাশি গণপতি ভাসান ঘিরেও মুম্বইয়ের নানা জায়গায় ছিল উন্মাদনা।

  • |
Google Oneindia Bengali News

গণেশ চতুর্থী উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারেও সেজে উঠেছিল মুম্বই। পুজোর পাশপাশি গণপতি ভাসান ঘিরেও মুম্বইয়ের নানা জায়গায় ছিল উন্মাদনা। পুজো ঘিরে সাধারণ মানুষ থেকে তারকা সকলেই মেতে উঠেছিলেন আনন্দে। প্রতিবচরের মতো এবারেও কাপুর পরিবার আয়োজন করেছিলে গণেশ চতুর্থীর পুজো। পুজোর পর কাপুর পরিবারের ঠাকুর ভাসান ঘিরে ছিল কড়া নিরাপত্তা।

ভাসানে ঘিরে কড়া নিরাপত্তা

ভাসানে ঘিরে কড়া নিরাপত্তা

কাপুর পরিবারের ঠাকুর ভাসান হবে, আর লোক জড়ো হবে না , তা তো হয় না! আর সেজন্যই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কাপুর পরিবারের গণপতি বাপ্পার ভাসানোর আয়োজন করেছিল মুম্বই পুলিশ।

ভাসান ঘিরে উন্মাদনা

ভাসান ঘিরে উন্মাদনা

কাপুর পরিবারের ভাসান ঘিরে চরম উন্মাদনা উত্তেজনা ছিল এলাকায়। তাই ঠাকুর আরকে স্টুডিও থেকে বেরিয়ে ট্রাকে উঠতেই জমতে থাকে ভিড়।

ভাসানে রনবীর

ভাসানে রনবীর

বাড়ির ঠাকুরের ভাসানে কুর্তা পায়জামায় রনবীর পুরো 'দেশী বয়' লাগছিলেন। নীল রঙের কুর্তার সঙ্গে কালো চশমায় আরও হ্য়ান্ডসম হয়ে ওঠেন বলিউডের এই চকলেট হিরো।

রনবীরকে ঘিরে উন্মাদনা

রনবীরকে ঘিরে উন্মাদনা

রনবীর ভাসানের শোভাযাত্রায় অংশ নিতেই উপস্থিত জনতা হৈচৈ লাগিয়ে দেয়। ভিড় সামলাতে বেশ বেগ পেতে হয় পুলিশকে।

কাপুরদের পুজো

কাপুরদের পুজো

প্রতিবছর মুম্বইয়ের চেম্বুরের আরকে স্টুডিওতে সাড়ম্বরে পালিত হয় গণেশ চতুর্থী। ১০ দিন ধরে গণেশ পুজো করা হয় সেখানে। কাপুর পরিবারের সকলেই অংশ নেন এই পুজোতে।

পুজোতে ঋষি কাপুর

পুজোতে ঋষি কাপুর

প্রতিবারের মতোই এবছরেও গণপতি বিসর্জনে বিশেষ ভূমিকায় দেখা যায় অভিনেতা তথা রাজ কাপুরের পুত্র ঋষি কাপুরকে।

পুজোতে কাপুর পরিবার

পুজোতে কাপুর পরিবার

শুধু ঋষি কাপুরই নন, এই পুজোর ভাসানে ছিলেন ঋষি কাপুরের অপর দুই ভাই রাজীব ও রণধীর কাপুর।

English summary
Ranbir And The Kapoors Spotted During Ganpati Visarjan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X