For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চতুর্থবার কঙ্গনা রানাওয়াতের ঝুলিতে জাতীয় পুরস্কার, অ্যাওয়ার্ড পেলেন সৃজিত মুখোপাধ্যায়ও

Google Oneindia Bengali News

বলিউডে বিতর্কিত তকমা লাভ করার পরও চতুর্থবার সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেলেন বলি কুইন কঙ্গনা রানাওয়াত। '‌মণিকর্নিকা’‌ ও '‌পঙ্গা’‌ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেলেন তিনি। সোমবার দিল্লির বিজ্ঞানভবনে ৬৭তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসের আয়োজন করা হয়। অভিনেতা–অভিনেত্রীদের হাতে পুরস্কার তুলে দেন উপ–রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। কঙ্গনা ছাড়াও পুরস্কার পেয়েছেন মনোজ বাজপেয়ীও।

চতুর্থবার অ্যাওয়ার্ড পেলেন কঙ্গনা

এদিন কঙ্গনা ন্যাশনাল অ্যাওয়ার্ডের মঞ্চে দেখা যায় শাড়ি পরে, তিনি হেঁটে মঞ্চে ওঠেন এবং উপ-রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। এই নিয়ে কঙ্গনা চারবার জাতীয় পুরস্কার পেলেন। '‌ফ্যাশন'‌ সিনমায় সেরা পার্শ্বচরিত্রের জন্য এবং '‌কুইন'‌ ও '‌তনু ওয়েডস মনু'‌ ছবির জন্য সেরা অভিনেত্রী হিসাবে আগেও কঙ্গনা পুরস্কার পেয়েছেন। কঙ্গনার পর অভিনেতা মনোজ বাজপেয়ী তাঁর '‌ভোঁসলে'‌ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার গ্রহণ করেন এদিন।

তামিল সেরা অভিনেতা ধনুশ

অপরদিকে তামিল অভিনেতা ধনুশ তাঁর '‌অসুরান'‌ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার লাভ করেন। এদিন দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত করা হয় দক্ষিণ সিনেমার থালাইভা রজনীকান্তকে। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের কারণে এই সম্মান তাঁকে দেওয়া হয়। রজনীকান্তকে এই সম্মান প্রদানের সময় মঞ্চে ডেকে নেওয়া হয় রজনীকান্তের কন্যা ঐশ্বর্য আর ধনুশ ও অভিনেতা ধনুশকে।

সম্মানিত সৃজিত মুখোপাধ্যায়

অপরদিকে, সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'গুমনামী' ৬৭তম জাতীয় পুরস্কার জিতে নিল। 'গুমনামী' শ্রেষ্ঠ প্রেক্ষাপট অনুচিত চিত্রনাট্য ও শ্রেষ্ঠ বাংলা ছবির পুরস্কার জিতে নিয়েছে। এই নিয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ব্যক্তিগত ভাবে পঞ্চম জাতীয় পুরস্কার পেলেন , অন্যদিকে তাঁর টিমের দিক থেকে এটি দশ নম্বর পুরস্কার। এ বছরের মার্চ মাসে ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২১-এর ঘোষণা করা হয়। মর্যাদাপূর্ণ পুরস্কার শোটি ২০১৯ সালের সেরা সিনেমার স্বীকৃতি দিয়েছে। করোনার জেরে বার্ষিক পুরস্কারের সময় পিছিয়ে দেওয়া হয়েছে

 পুরস্কার পায় সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি

পুরস্কার পায় সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি

কঙ্গনা ও মনোজ বাজপেয়ীর পাশাপাশি বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ '‌ছিছোড়ে'‌ সিনেমাটিও সেরা সিনেমা হিসাবে পুরস্কৃত হয়। আঞ্চলিক ভাষার ক্ষেত্রে সেরা তামিল ছবি অসুরান ও সেরা তেলেগু ছবি জার্সি অ্যাওয়ার্ড পায়। সুপার ডিলাক্স ছবির জন্য সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার লাভ করেন বিজয় সেতুপতি। এদিন পুরস্কার গ্রহণ করার পর সোশ্যাল মিডিয়ায় ধনুশের সঙ্গে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী কঙ্গনা।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
kangana ranaut recived her 4th national award srijit mukherjee again bagged the national award
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X