দেশের ইতিহাস না জানায় তরুণ যুগলকে ‘আদিম বাঁদর’ বলে সম্বোধন কঙ্গনা রানাওয়াতের
দেশের ইতিহাস ও সাম্প্রতিক ঘটনার বিষয়ে প্রশ্ন করায় এক তরুণ ও তরুণী ভুল উত্তর দেওয়াকে কেন্দ্র করে তাঁদের ভিডিওতে কটাক্ষ করলেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তাঁদের 'আদিম বাঁদর’ বলে সম্বোধন করলেন অভিনেত্রী।

কঙ্গনা বৃহস্পতিবার টুইটে ওই যুগলকে ক্রুসবিদ্ধ করে বলেন, 'এই দেশকে গড়ে তোলার জন্য কতজন মানুষ আত্মত্যাগ করেছেন, এমনকী দেশকে একত্রিত করে রাখতে এখনও অনেকেই সংগ্রাম চালিয়ে চলেছেন। এ ধরনের আদিম বাঁদরদের কি এই দেশে থাকার উপযুক্ত বলে মনে হয়?’ আসল ভিডিওতে এক তরুণ–তরুণী রাজনীতি, ভারতের ইতিহাস ও সাম্প্রতিকতম ঘটনার বিষয়ে উত্তর দিতে ব্যর্থ হন। প্রশ্নগুলি ছিল প্রথম রাষ্ট্রপতির নাম, 'ইনডিপেনডেন্স ডে’কে হিন্দিতে কি বলে।
কঙ্গনা প্রায়ই নিজেকে দেশভক্ত বলে দাবি করেন। তিনি তাঁর সাম্প্রতিকতম টুইটে বলেছেন, 'দেশের চেয়ে বেশি কিছুই নয়। জয় হিন্দ।’ তিনি তাঁর মণিকর্নিকা ফিল্মের ব্যানারে আরও দেশাত্মবোধক ছবি তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন। কঙ্গনা এর আগে 'মণিকর্নিকা: দ্য কুইন অফ ঝাঁসি’তে রাণী লক্ষ্মীবাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। বর্তমানে তিনি রজনীশ ঘাইয়ের 'ধকাড়’–এর শুটিংয়ে ব্যস্ত।
দেশের অর্থনীতিতেও ম্যাজিক করছে করোনা টিকা, আর্থিক বৃদ্ধি নিয়ে নতুন সুখবর শোনাল মুডিজ