রণবীর-আলিয়ার প্রেম বড্ড 'বোকাবোকা' ব্যাপার! কঙ্গনার তোপের মুখে তারকা জুটি
রণবীর-আলিয়ার প্রেম এই মুহূর্তে ইন্ডাস্ট্রির অন্যতম আলোচ্য বিষয়। বহুদিন ধরেই 'ব্রহ্মাস্ত্র' ছবির হাত ধরে তাঁদের প্রেম পর্ব শুরু হয়। এদিকে, আলিয়া ভাটের বিরুদ্ধে নেপোটিজম -এর তোপ দাগার পর থেকেই আলিয়া ও রণবীরকে ঘিরে বারবার বিতর্কিত মন্তব্য করছেন কঙ্গনা। এবার এই তারকা জুটির প্রেমও তাঁর নিশানা থেকে বাদ গেল না।

এদিন , রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেম নিয়ে এবার কটাক্ষ উঠে এলো কঙ্গনার মুখে। তিনি বলেন, ' কেন তাঁদের ইয়ং বলা হচ্ছে? রণবীর কাপুর ৩৭ , আলিয়ার বয়স হল ২৭। আমার মা ২৭ বছরে ৩ সন্তানকে জন্ম দিয়েছিলেন। এটা একদম ঠিক নয়.. বাচ্চা হ্যায় কি ডাম্ব হ্যায় কি.. ক্যায়া হ্যায়!'
[আরও পড়ুন: মৃত্যুমুখ থেকে বেঁচে ফিরলেন জুহি! কী ঘটে গিয়েছে অভিনেত্রীর ]
এর আগে রণবীরের বিরুদ্ধে তোপ দেগে কঙ্গনা বলেন, এই ধরনের অভিনেতারা শুধু নিজের টুকু বোঝেন। দেশ ,জাতি ,সমাজ বলে এঁরা কিছুই দেখেননা। রণবীর কাপুরকে তিনি দায়িত্বজ্ঞানহীন হিসাবেও সম্বোধন করেছিলেন। আলিয়া, রণবীরকে আলাদা করে ব্যক্তিগত আক্রমণের পর এবার তারকা জুটিকে আক্রমণ করেন কঙ্গনা।
[আরও পড়ুন:কাশ্মীরের বুকে ধূসর-নীল ক্যানভাসে বসন্তের রঙ লাগালো সলমনের ছবি 'নোটবুক']