For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীপিকার ‘‌রিপিট আফটার মি’‌–প্রচারকে বিদ্রুপ করে সোশ্যাল মিডিয়ায় ফের সরব কঙ্গনা রানাওয়াত

দীপিকার ‘‌রিপিট আফটার মি’‌–প্রচারকে বিদ্রুপ করে সোশ্যাল মিডিয়ায় ফের সরব কঙ্গনা রানাওয়াত

Google Oneindia Bengali News

অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলার তদন্ত করবে সিবিআই ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে তদন্তে সাহায্য করবে মহারাষ্ট্র ৷ বুধবার সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় এমনই রায় দিল সুপ্রিম কোর্ট ৷ দেশের শীর্ষ আদালতের এই রায়ে অত্যন্ত খুশি সুশান্ত কাণ্ডে আগাগোড়া সরব হয়ে আসা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বুধবার তিনি শীর্ষ আদালতের এই রায়ের ভূয়সী প্রশংসা করে টুইটারে কটাক্ষ করেন দীপিকা পাড়ুকোনকে। প্রসঙ্গত, দীপিকা কিছুদিন আগে তাঁর নিজের অবসাদের সঙ্গে সংঘর্ষের কথা প্রকাশ্যে আনেন। '‌ছপাক’‌ অভিনেত্রী প্রায়ই মানসিক অসুস্থতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সচেতনতা তৈরি করেন।

দীপিকাকে বিদ্রুপ কঙ্গনার

দীপিকাকে বিদ্রুপ কঙ্গনার

দীপিকাকে বিদ্রুপ করে কঙ্গনা লেখেন, ‘‌রিপিট আফটার মি, অবসাদ নিয়ে নিয়ে যাঁরা ব্যবসা করছিলেন জনতা তাঁদের অবস্থা দেখিয়ে দিয়েছে।'‌ এর আগেও ‘‌কুইন'‌ অভিনেত্রী সুশান্তের মৃত্যু নিয়ে স্বজন পোষণের কাঠগড়ায় তুলেছিলেন দীপিকাকে। জানিয়েছিলেন যে দীপিকা পছন্দ করতেন না সুশান্তকে আর তাই নিজের বিয়েতেও আমন্ত্রণ করেননি।

রিপিট আফটার মি প্রচারে দীপিকা

রিপিট আফটার মি প্রচারে দীপিকা

প্রসঙ্গত, সুশান্ত মৃত্যুর কিছুদিন পর ২০ জুন দীপিকা টুইটারে অবসাদ ও মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে শুরু করেন। অবসাদগ্রস্তদের পাশে দাঁড়াতে রিপিট আফটার মি'‌র অনলাইন প্রচার শুরু করেন দীপিকা। মানসিক ভাবে বিপর্যস্তরা এই প্রচার কর্মসূচির মাধ্যমে দীপিকার সঙ্গে সরাসরি টুইটার বা ইনস্টাতে কথা বলতে পারছেন। সেই প্রচার কর্মসূচির অংশ হিসেবে শনিবার একটা খোলা টুইট লিখলেন দীপিকা। যার সারাংশ, ‘‌আপনি অবসাদ একেবারে দূর করতে পারবেন না।'‌ তিনি আরও একটি টুইট করেন, ‌যেখানে তিনি বলেন, ‘‌অবসাদ আর মন খারাপ এক নয়। অবসাদ একটা রোগ। যেমন ক্যান্সার, ডায়বেটিস। তাই আমি অবসাদে আছি আর আমার মন খারাপ, দুটো এক নয়।'‌

লাইভ লাভ লাফ ফাউন্ডেশন চালু করেন অভিনেত্রী

লাইভ লাভ লাফ ফাউন্ডেশন চালু করেন অভিনেত্রী

২০১৫ সালে দীপিকা লাইভ লাভ লাফ ফাউন্ডেশন চালু করেন। সে বছরেই একাধিক সংবাদমাধ্যমে তাঁর অবসাদগ্রস্ত জীবনের মুহূর্ত বড়বড় করে ছাপা হয়েছিল। চলতি বছর মানসিক স্বাস্থ্যের ওপর কাজ করার জন্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাঁকে পুরস্কৃতও করেছে।

সুশান্তের চরম পরিণতি

সুশান্তের চরম পরিণতি

গত ১৪ জুন মুম্বইয়ের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুত। এরপরই তাঁর মৃত্যু রহস্য নিয়ে তোলপাড় হয়ে ওঠে গোটা দেশ। এটা আত্মহত্যা না খুন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন নেটিজেনরা। সুশান্তের পরিবার ও বন্ধু-বান্ধবরাও এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বারংবার।

সুশান্ত মামলায় নয়া সূর্যোদয়ের আশায় বুক বাঁধছে বলিউড!'সুপ্রিম' নির্দেশ নিয়ে অঙ্কিতা-কৃতীরা কী জানালেনসুশান্ত মামলায় নয়া সূর্যোদয়ের আশায় বুক বাঁধছে বলিউড!'সুপ্রিম' নির্দেশ নিয়ে অঙ্কিতা-কৃতীরা কী জানালেন

English summary
kangana ranaut jibe at deepikas repeat after me campaign
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X