
বিয়ে করতে চলেছেন কঙ্গনা রানাওয়াত! শীঘ্রই সামনে আনবেন বিশেষ পুরুষকে
বহুমুখী প্রতিভা ও মহিলা কেন্দ্রীক সিনেমায় দৃঢ় মহিলার অভিনয় করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের ছাপ রেখেছেন। তবে বলিউড অভিনেত্রী শুধু অভিনয়ের জন্য নয়, বরং নিজের বিতর্কিত মন্তব্যের কারণেও যথেষ্ট পরিচিতি লাভ করেছেন কঙ্গনা। তবে সম্প্রতি এই অভিনেত্রী সম্পূর্ণ ভিন্ন কারণের জন্য শিরোনামে এলেন।

থালাইভার সাফল্যের পর দর্শকদের সব আকর্ষণ কাড়তে সফল হয়েছেন কঙ্গনা রানাওয়াত। তবে এবার অভিনেত্রী ইঙ্গিত দিয়েছেন যে তিনি প্রেমে পড়েছেন, বিয়ে করতে চান এবং মাও হতে চান। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় কঙ্গনা রানাওয়াত জানিয়েছেন যে আগামী পাঁচ বছরের মধ্যেই তিনি বিয়ে করতে চান এবং মা হতে চান। কঙ্গনা বলেন, 'আমি অবশ্যই বিয়ে করতে চাই এবং মা হতে চাই। পাঁচ বছর পর আমি নিজেকে একজন স্ত্রী ও মা রূপে দেখতে চাই, আমি চাই আমার সন্তান নতুন ভারতের স্বপ্ন নিয়েই জন্ম নেবে। নতুন ভারত গড়ার কাজে হাত দেবে।’ কঙ্গনাকে এরপর জিজ্ঞাসা করা হয় তিনি কি প্রেমে পড়েছেন এবং তাঁর জীবনে বিশেষ কোনও পুরুষ এসেছেন কি? 'কুইন’ অভিনেত্রী খুব নরমভাবে এই প্রশ্নের জবাবে বলেন, 'হ্যাঁ’ বলেন। এরপর যখন সেই পুরুষটি কে সেটা জিজ্ঞাসা করা হয়, তখন কঙ্গনা বলেন, 'সকলেই তা শীঘ্রই জানতে পারবেন।’
একবছর পর কলকাতা বইমেলা অনুষ্ঠিত, বইমেলা নিয়ে সব তথ্য জানুন এক নজরে
সম্প্রতি পদ্মশ্রী ভূষণে সম্মানিত করা হয়েছে কঙ্গনা রানাওয়াতকে। তিনি ইনস্টাগ্রামে এ প্রসঙ্গে ভিডিও করে বলেন, 'একজন শিল্পী হিসাবে আমি একাধিক পুরস্কার পেয়েছি, সম্মান, ভালোবাসা ও স্বীকৃতি পেয়েছি। কিন্তু এই প্রথমবার একজন দায়িত্ববান নাগরিক হিসাবে ভারত সরকার আমায় পুরস্কৃত করল এবং আমি এর জন্য ঋণী। আমি খুব অল্প বয়সে আমার কেরিয়ার শুরু করেছিলাম কিন্তু সফলতা পাই ৮–১০ বছর পর। কিন্তু এই সফলতাকে উপভোগ করার পরিবর্তে আমি কিছু জিনিস নিয়ে কাজ শুরু করি যেমন ফর্সা করার ক্রিম ব্যবহার না করা, আইটেম নম্বরে পারফর্ম না করা, বড় প্রযোজনা সংস্থার সিনেমায় বড় বড় অভিনেতাদের সঙ্গে কাজ না করা। আমি অর্থের চেয়ে বেশি শত্রু তৈরি করেছি।’ গতকালই টুইটারে দেশের স্বাধীনতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন কঙ্গনা রানাওয়াত। কঙ্গনা লিখেছিলেন, ১৯৪৭ সালে দেশ স্বাধীনতা পায়নি। ওটা ছিল ভিক্ষা। প্রকৃত স্বাধীনতা এসেছিল ২০১৪ সালে। তাঁর এই মন্তব্যকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয় এবং সকলে কঙ্গনার পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে নেওয়ার আর্জি জানান ভারত সরকারের কাছে