'হিরো হওয়া নয় মুখের কথা', এমনটাই বলছে দেবে-র সোশ্যাল মিডিয়া পোস্ট
এই ক্রিসমাসে বাংলা ছবিতে ফের বড় চমক। মুক্তি পেতে চলেছে দেবে-র আমাজন অভিযান। এর আগেও কমলেশ্বর মুখোপাধ্যায় নির্দেশনায় 'চাঁদের পাহাড়' ছবিতে অভিনয় করেছিলেন। ফের এই জুটি নতুন ছবি হাজির করছে।

আমাজন অভিযান
এর আগের প্রজেক্ট ছিল আফ্রিকার মরুভূমিতে। এবার সেটা প্রেক্ষাপট ঘুরিয়ে এবার চলে যাচ্ছে আমাজনের অববাহিকায়। আফ্রিকা মহাদেশের বিভিন্ন দিক বিভিন্ন রকম সেটাই এই ছবিতে খুব ভালো করে বোঝা যাবে। আগের ছবিতে শঙ্করের কোনও মহিলার উপস্থিতি না থাকলেও। সেটা এবারের ছবিতে থাকবে।

বিষাক্ত ও দেব
দেব এই মুহূর্তে বেশ ভয়ানক জিনিস নিয়ে রয়েছেন। টলিউড ইন্ডাস্ট্রিতে তিনি অনেকধরণের বৈচিত্র দেখিয়েছেন। এবার একেবারে হাতে ধরে নিলেন কুমীরের ছানা। বুঝতেই পারছেন চ্যালেঞ্জটা কতটা ছিল।

বিদেশি ছবির ছায়া
হলিউডি ছবির ছায়া যেন এবার টলিউডি ছবিতে। আমাজনের মধ্যে যেরকম বাড়িতে থাকে মানুষ ঠিক সেরকম বাড়িতে থাকবেন দেব এন্ড কোম্পানি। বিভিন্ন বিপদ নিয়ে প্রতি মুহূর্তে খেলা হয়েছে এই ছবিতে।

জলে - জঙ্গলে দেব
নিচ দিয়ে বয়ে যাচ্ছে দুরন্ত নদী বয়ে যাচ্ছে। আর সেখানে বিপদজনকভাবে দাঁড়িয়ে রয়েছেন নায়ক, নায়িকা। একটু এদিক ওদিক হলেই বিপদটা যে কত বড় হবে তা নিয়ে যাঁরা দেখবেন তাঁদের মনে কোনও সন্দেহ থাকবে না।

পায়ের চোট
পায়ে পড়ে থাকতে হচ্ছে গামবুট। যেহেতু সর্বক্ষণ সেটা পড়ে জলে ঘুরতে হয়েছে। সেখানে পায়ে-র অবস্থা ছিল ভীষণ খারাপ হয়েছিল।
ছবিটা -র স্টিল দেখে বুঝতে পারছেন দর্শকরা যে কতটা ঝুঁকি নিয়েছেন। তবে ছবির ট্রেলর যা লুক দেখাচ্ছে তাতে কিন্তু চমক থাকছে। এবারের শীতে আমাজন অভিযান বেশ ভালোরকম উত্তাপ বাড়বে এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।