For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভাষা রক্ষায় লড়াই'-য়ের গর্জন কমল হাসানের ! অমিত শাহকে একহাত নিলেন দক্ষিণী সুপারস্টার

এবার ভাষা নিয়ে লড়াইয়ে নামবার হুঙ্কার দিলেন দক্ষিণী তারকা কমল হাসান। হিন্দি দিবস পালন উপলক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর 'রাষ্ট্রভাষা ' নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে এর আগে কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন

  • |
Google Oneindia Bengali News

এবার ভাষা নিয়ে লড়াইয়ে নামবার হুঙ্কার দিলেন দক্ষিণী তারকা কমল হাসান। হিন্দি দিবস পালন উপলক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর 'রাষ্ট্রভাষা ' নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে এর আগে কেরলের মুখ্যমন্ত্রী বিজয়নের মন্তব্যের পর এবার কমল হাসান বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একহাত নিলেন।

 হিন্দি দিবসে 'শাহ' আক্রমণ

হিন্দি দিবসে 'শাহ' আক্রমণ

হিন্দি ভাষাকে রাষ্ট্রভাষার তকমা দেওয়া নিয়ে এবার রীতিমতো গর্জে উঠলেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান। তিনি বলেন, '১৯৫০ সালে যখন ভারত সাংবিধানিকভাবে প্রজাতন্ত্র ঘোষিত হয়, তখন সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে কোনও শাহ, সুলতান বা সম্রাট এটাকে পরিবর্তন করতে পারবে না। '

জল্লিকট্টু ও ভাষা-যুদ্ধ

জল্লিকট্টু ও ভাষা-যুদ্ধ

২০১৭ সালে জল্লিকট্টু অনুষ্ঠান নিয়ে যে সাংস্কৃতিক লড়াইয়ের ছবি ভারতের দক্ষিণী রাজ্যগুলিতে দেখা দেয়, তার প্রসঙ্গ তুলে কমল হাসান বলেন, জল্লিকট্টু নিয়ে যা প্রতিবাদ হয়েছে ভাষা নিয়ে তার দ্বিগুণ হবে। আর 'ভারত ও তামিলনাড়ু এরকম লড়াইয়ের যোগ্য নয়।'

জাতীয় সঙ্গীত ও কমলের দাবি

কমল হাসান দাবি করেন যে, বহু ভারতীয় আছেন যাঁরা বাংলায় লেখা জাতীয় সঙ্গীত মনের আনন্দে গেয়ে যান। তার কারণ যিনি এই গান লিখেছেন , তিনি সমস্ত ভাষাকে শ্রদ্ধা জানিয়েই গানটি লিখেছিলেন। কমল হাসান দাবি করেন, ভাষার লড়াই যদি এইভাবে চলতে থাকে,তাহলে একদিন তা বড় আকার নিয়ে নেবে এদেশে।

<strong>[ 'হিউম্যান কম্পিউটার' এবার ৭০ এমএম-এ! বিদ্যা মাতিয়ে দিলেন 'শকুন্তলা' বেশে]</strong>[ 'হিউম্যান কম্পিউটার' এবার ৭০ এমএম-এ! বিদ্যা মাতিয়ে দিলেন 'শকুন্তলা' বেশে]

English summary
Kamal Haasan takes on Amit Shah over Hindi language .When India became a Constitutional republic in 1950, the Government promised the same to the people and no Shah or Sultan or Samrat can attempt to change it”.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X