নিজের মাতৃত্ব নিয়ে অকপট স্বীকারোক্তি কল্কি কোচালিনের
মা হতে চলেছেন কল্কি। জানুয়ারিতেই ডেলিভারি হওয়ার কথা অভিনেত্রীর। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের মাতৃত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন তিনি। কল্কি বলেছেন পুরোটাই ছিল অপ্রত্যাশিত। হঠাৎই ঘটেছে পুরোটা। কখনও ভাবতে পারেননি তিনি মা হতে চলেছেন। প্রথম ২ মাস তো মাতৃত্বের কোনও অনুভূতিই তৈরি হয়নি তাঁর মধ্যে। প্রথম যখন নিজের মধ্যেই দ্বিতীয় কোনও হৃদ স্পন্দন অনুভব করেছিলেন সেদিন প্রবল কৌতুহল তৈরি হয়েছিল। সাক্ষাৎকারে কল্কি বারবারই বলেছেন তাঁর গর্ভে সন্তান আসাটা প্রথম দু'মাস ভীষণভাবে অপ্রত্যাশিত ছিল।

তিনি বলেছেন নিজেকে অনেকটা ভিনগ্রহীদের মত মনে হত।
পরে নিজের সন্তান ধারনের খবর নিজের ইনস্টাগ্রাম পোস্টে শেয়ার করেছিলেন অভিনেত্রী। অনুরাগ কাশ্যপের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর প্রেমিক গে হর্সবাগের সঙ্গে থাকতে শুরু করেন। তবে এখনই তিনি বিয়ে করছেন না বলে জনিয়েছেন অভিনেত্রী। তবে বাবা হিসেবে সব দায়িত্বই সে পালন করছে বলে জানিয়েছেন কল্কি।