৫ মাসের অন্তঃসত্ত্বা কাল্কি ইজরায়েলি বয়ফ্রেন্ডকে নিয়ে দেখছেন নতুন স্বপ্ন!
বছর খানেক আগে পরিচালক অনুরাগ কশ্যপের সঙ্গে বিয়ে হয়েছিল কাল্কির। সেই সময় বি-টাউনে সেটাই ছিল সবচেয়ে বড় আলোচনার বিষয়। যদিও পরবর্তীকালে হুমা কুরেশির সঙ্গে অনুরাগ কশ্যপ 'গ্যাংস অফ ওয়াসেপুর ' এর শ্যুটিং চলাকালীন ঘনিষ্ঠ হয়ে পড়েন বলে খবর চাউর হয়। আর সেই ঘটনার জেরে বিচ্ছেদ হয় কাল্কি ও অনুরাগের।

এরপর সময় ঘুরছে। দুই প্রান্তের দুই সেলেব নিজেদের মতো করে এগিয়েছেন জীবনে। কাল্কির সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে ইজরাইলের গাই হার্শবার্গের। আর সেই সম্পর্ক থেকেই এখন ৫ মাসের অন্তঃসস্ত্বা কাল্কি। এক সর্বভারতীয় সংবাদপত্রে কাল্কি জানিয়েছেন, গোয়ার স্থানীয় 'নিউট্রালিস্ট বার্থ সেন্টারে' 'ওয়াটার বার্থ' পদ্ধতিতে তিনি জন্ম দিতে চান সন্তানের। কারণ তাঁর দাবি এতে খুবই আরামদায়ক হয় প্রসব-ক্ষণ।
ইতিমধ্যেই বয়ফ্রেন্ড গাইয়ের সঙ্গে সন্তানের নাম ভেবে ফেলেছেন কাল্কি। তাঁর দাবি, তাঁরা যে নামটি ভেবেছেন, তা সকলের ভালো লাগতে বাধ্য। আর সেই নাম মেয়ে হোক বা ছেলে সন্তান, সকলের জন্যই প্রযোজ্য হবে।