এক অগ্নিগর্ভ সময়ের প্রেমের কাহিনিতে ধরা দিলেন মাধুরী-সঞ্জয়রা! 'কলঙ্ক' এর ভিডিও ভাইরাল
'অন্য়ের বরবাদি নিজের জিত হিসাবে মনে হয়, তথন আমাদের থেকে বেশি বরবাদ আর কেউ থাকতে পারে না..' আলিয়া ভাটের কণ্ঠে এই একটিমাত্র সংলাপ সঙ্গে নিয়েই মুক্তি পেল করণ জোহরের ধর্মাপ্রোডাকশনসের 'কলঙ্ক' এর প্রথম টিজার ভিডিও।

মাল্টিস্টারকাস্টের এই ফিল্মে প্রায় ২১ বছর পর ফের একবার মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্তকে একসঙ্গে বলিউডের কোনও ফিল্মে দেখা যেতে চলেছে। যদিও টিজারে তাঁদের একসঙ্গের কোনও শট দেখা যায়নি। ছবিতে মাধুরী দীক্ষিত-সঞ্জয় দত্ত ছাড়াও অভিনয় করছেন বরুণ ধওয়ান। তিনি রয়েছেন জাফরের চরিত্রে। অন্যদিকে, রয়েছেন আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, আদিত্য রয় কাপুর।
[আরও পড়ুন:রমজানের সময় ভোট বিতর্কে টুইট-তোপ জাভেদ আখতারের! তৃণমূলের দাবি নিয়ে কী বললেন গীতিকার]
অভিষেক বর্মণের এই ছবি এক বিশেষ সময়ের প্রেমের গাথা তুলে ধরতে চলেছে। যে কাহিনিতে সম্পর্ক, লড়াই, যুদ্ধের এক অবিচ্ছেদ্য বন্ধন রয়েছে। আগামী ১৭ এপ্রিল মুক্তি পেতে চলেছে ছবিটি।
[আরও পড়ুন: বাঙালি বলিউড অভিনেত্রী আমেরিকায় জাতিবিদ্বেষের শিকার! প্রকাশ্যে ভিডিও]