'কলঙ্ক'-এ মধুরী-আলিয়ার এই নাচ কি উস্কে দিচ্ছে 'দেবদাস' এর স্মৃতি! দেখুন ভিডিও
৯০ এর দশকে 'মোরা পিয়া ঘর আয়া ও রামজি'র ছন্দে বলিউডে মাত করেছিলেন মাধুরী দীক্ষিত। আর ২০১৯ সালে 'ঘর মোরে পরদেশিয়া'র তালে ফের মাধুরী। করণ জোহর প্রযোজিত মাল্টিস্টারকাস্টের ফিল্ম 'কলঙ্ক' এর প্রথম গানের ভিডিও মুক্তি পেল।


'দেবদাস' ছবির 'ডোলা রে ' গানে একসঙ্গে দেখা গিয়েছিল মাধুরী ও ঐশ্বর্যকে। সেখানে নাচের ছন্দে দুই অভিনেত্রী রীতিমত মাত করে দিয়েছিলেন দর্শক মন। মাধুরীর সঙ্গে সমান তালে তাল মিলিয়ে পায়ের ছন্দে ঝড় তুলে ছিলেন অ্যাশ। বহু বছর পর ঠিক সেভাবেই যেন আরও একবার ধরা দিলেন বলিউডের ধকধক গার্ল মাধুরী দীক্ষিত। সঙ্গে এবার আলিয়া ভাট। খানিকটা 'দেবদাস' আর বাকিটা 'রামলীলা' ছবির মিশেলে এই গান 'ঘর মোরে পরদেশিয়া' এখন ট্রেন্ডিং এ।

[আরও পড়ুন:মুকেশপুত্রের বিয়েতে শাহরুখকে আমন্ত্রণ করে অপমান আম্বানিদের! ভিডিওতে উঠে এলো কোন ঘটনা ]
উল্লেখ্য, 'কলঙ্ক' ছবির হাত ধরে প্রায় ২১ বছর পর ফের একবার অনস্ক্রিনে মাধুরী ও তাঁর প্রাক্তন সঙ্গী সঞ্জয় দত্ত। ছবিতে মাধুরী , সঞ্জয় ছাড়াও রয়েছেন আলিয়া ভাট, বরুণ ধওয়ান, আদিত্য রয় কাপুর, সোনাক্ষী সিনহা। অনেকেই ছবির স্টারকাস্ট দেখে বলতে শুরু করেছেন , ছবি যেন অনেকাংশেই 'কভি খুশি কভি গম' -এর সঙ্গে মিলে যাচ্ছে।
[আরও পড়ুন: মনোহর পার্রিকরকে নিয়ে স্মৃতিচারণায় অমিতাভ! লতা থেকে ভিকি কৌশল জানালেন শ্রদ্ধার্ঘ ]
[আরও পড়ুন:বসন্তের বিলাপে বাঙালিকে রেখে জীবনাবসান চিন্ময় রায়ের, একনজরে তাঁর জীবনসফর]