For Quick Alerts
For Daily Alerts
যৌন হেনস্থার অভিযোগ কৈলাস খেরের বিরুদ্ধে ,বিতর্কের ঝড় বলিউডে
নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থা নিয়ে কিছুদিন আগেই সরব হয়েছেন তনুশ্রী দত্ত। তারপর এই বিষয়ে নাম ওঠে লেখক চেতন ভগতের। এবার গায়ক কৈলাশ খেরের বিরুদ্ধে এমন অভিযোগ তুললেন এক মহিলা চিত্রসাংবাদিক এমনই দাবি করেছেন।

ওই মহিলা চিত্র সাংবাদিক জানিয়েছেন , ২০০৬ সালে কৈলাস খেরের বাড়িতে এক সাক্ষাৎকার চলছিল। সেই সময় মহিলা সাংবাদিকের সঙ্গে আশালীন আচরণ শুরু করে দেন এই বিখ্যাত গায়ক। অভিযোগ, মহিলার গায়ে হাত দিতে শুরু করেন কৈলাস। ঘটনায় অস্বস্তিতে পড়ে যান ওই সাংবাদিক, পরে তিনি বেরিয়ে আসেন সেখান থেকে।
[আরও পড়ুন:'আমি ওঁদের এক এক করে শেষ করে দেব', সোনমকে নিয়ে বিস্ফোরক কঙ্গনা ]
শুধু কৈলাস খের নন, মডেল জুলফি সইদের বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে ওই মহিলা সাংবাদিকের। গোটা ঘটনার কথা তিনি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।