আবির 'সরাসরি চ্যালেঞ্জ' করছেন যিশুকে! 'বর্ণপরিচয়' মৃত্যুর কোন ব্যাকরণ বলছে ভিডিওতে
বাংলা চলচ্চিত্রের দুই তাবড় অভিনেতা এক ফ্রেমে ধরা দিয়ে এবার একই ছবিতে। এই খবর আগেই ছিল। তবে এবার খবর ছবিটির ট্রেলার ভিডিও নিয়ে। সদ্য প্রকাশ্যে এসেছে ছবিটির ট্রেলার। আর ইতিমধ্যেই তা সরগরম করে দিয়েছে ইন্টারনেট থেকে সোশ্যাল মিডিয়া।

'একটা দেশলাই কাঠি জ্বালাও তাতে আগুন পাবে..' গানের কলির কথা দিয়ে শুরু হয়েছে ছবির ট্রেলার। আবির চট্টোপাধ্যায় আর যিশু সেনগুপ্ত অভিনীত এই ছবিতে একটা চোর-পুলিশের লড়াই যেমন আছে, তেমনই ব্যক্তিত্বের লড়াইও কিছু কম নেই। পাশাপাশি বাংলা চলচ্চিত্রের দুই স্বনামধন্য তারকা একই ছবিতে থেকে কার্যত দুই অভিনেতার স্ক্রিনে দাপটের লড়াইও উস্কে দিয়েছেন। সবমিবিলিয়ে জমজমাট 'বর্ণপরিচয়'।
মৈনাক ভৌমিকের ছবি 'বর্ণপরিচয়' ঘিরে রীতিমতো তাক লেগে গিয়েছে ইন্টারনেটে। ছবিতে যিশু আর আবির লাইমলাইট কেড়ে নিলেও, প্রিয়ঙ্কা সরকার ছবির অন্যতম সম্পদ। বর্ষার মেজা সঙঅগে নিয়ে, এই খুন -রহস্য-মৃত্যুর জটের ছবি মুক্তি পাচ্ছে আগামী ২৬ জুলাই ।