'জিও কাজ করছে না স্যার'! দীপবীরের পার্টিতে মুকেশ আম্বানিকে ঘিরে নয়া কাণ্ড, দেখুন ভিডিও
দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং-এর মুম্বইয়ের রিসেপশন ঘিরে একর পর এক ভিডিও প্রকাশ্যে আসছে। শনিবার রাতের এই জমকালো অনুষ্ঠানে মুম্বইয়ের নামী দামী ব্যক্তিত্বরা হাজির ছিলেন। একদিনে উজ্জ্বল বলিউড নক্ষত্ররা অন্যদিকে দেশের নামীদামী বিজনেজ টাইকুন মুকেশ আম্বানিকে সপরিবারে দেখা যায় এদিন।

মুকেশ ও তাঁর পরিবার এদিন দীপবীরের রিসেপশনে আসতেই ফ্ল্যাশবাল্বের ঝলকানি শুরু হয়ে যায়। উপস্থিত ফটোগ্রাফাররা মুকেশ আম্বানি ও তাঁর পরিবারর ছবিকে একফ্রেমে বাঁধতে তৎপর হয়ে ওঠেন। ভিড়ের মধ্যে অনেকেই মুকেশ আম্বানির উদ্দেশের ছবির জন্য অনুরোধ করেন। এরই মধ্যে শোনা যায় জনৈক ব্যক্তি মুকেশকে উদ্দেশ্য করে বলছেন ,'স্যার জিও চলছে না..'। সেই কণ্ঠস্বর জিও-র কর্ণধার তথা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানি পর্যন্ত পৌঁছেছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে! তবে, ঘটনার ভিডিও এই মুহূর্তে ভাইরাল।
View this post on InstagramA post shared by Viral Bhayani (@viralbhayani) on Dec 1, 2018 at 12:47pm PST
শনিবার, দীপিকা ও রণবীরের বিয়ের রিসেপশনে একাধিক তারকার জমায়েত হয়। সেখানে ছেলে আকাশ, অনন্ত স্ত্রী নীতা, মেয়ে ইশাকে নিয়ে সপরিবারে হাজির হন মুকেশ আম্বানি। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন আকাশের বাগদত্তা শ্লোকা, অনন্তের বান্ধবী রাধিকাও।