'ঝুমকা গিরা রে'! বরেলির হাইওয়েতে কেন্দ্রের 'ঝুমকো প্রজেক্ট' এ নয়া চমক
১৯৬৬ সালে বলিউড ব্লকবাস্টার ছিল সাধনা অভিনীত ফিল্ম ' মেরা সায়া'। সেই ছবির অত্যন্ত হিট গান ছিল 'ঝুমকা গিরা রে'। এই কালজয়ী গানের মুক্তির ৫৩ বছর পেরিয়ে গেলেও, গানের ছন্দ আজও মন্ত্রমুগ্ধ করে অনেককে। আর সেই বলিউডি গানকে উদযাপন করে এবার দিল্লি-বরেলি হাইওয়েতে না চমক নিয়ে আসছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার 'ঝুমকা প্রজেক্ট।'

দিল্লি থেকে বরেলির হাইওয়েতে বসতে চলেছে ১৪ ফুটের একটি বড় ঝুমকা। পরসাখেরা জিরো পয়েন্টে এই ঝুমকোটিকে বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বহুদিন ধরেই এই 'ঝুমকা প্রজেক্ট' নিয়ে চিন্তিত ছিল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। আর সম্প্রতি এই প্রজেক্টের কাজ শেষ হয়েছে। বরেলি শহরে ঢুকতেই আগে ঝুমকো পর হতে হবে! আর অথরিটিরি দাবি এতে এলাকার পর্যটনে আলাদা আকর্ষণ আসতে চলেছে ।
শুধুমাত্র বিশালাকার ঝুমকোই সেখানে থাকবে না , সঙ্গে থাকবে দুটি সুরমা দানিও। সবমিলিয়ে পর্যটকদের দৃষ্টি আকর্ষণে বারেলির প্রকাণ্ড ঝুমকো সফল হবে বলেই মনে করা হচ্ছে। এমনই আশা ন্যাশনাল ডেভেলপমেন্ট অথরিটির।