ভোটে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়াচ্ছেন গোপীনাথ! ঝিলডাঙায় এবার কী ঘটতে চলেছে জেনে নিন
এই সপ্তাহে একাধিক সিরিয়ালের চিত্রনাট্য আকর্ষণীয় মোড় নিতে চলেছে। আকাশ আট চ্যানেলের অন্যতম জনপ্রিয় সিরিয়াল 'ঝিল ডাঙার কন্যা'। সিরিয়াল এবার নতুন চমক নিয়ে হাজির হতে চলেছে এই সপ্তাহে।

এই মুহূর্তে ঝিলডাঙায় পারদ চড়ছে ভোটকে কেন্দ্র করে। ভোটের প্রার্থী হয়েছেন গোপীনাথ। নির্দল প্রার্থী হিসাবে ভোটে দাঁড়িয়েছেন গোপীনাথ।এদিকে ভয়কে জয় করে নিতাই খুবই আনন্দিত। সময় লাগলেও ধীরে ধীরে নিতাই ভয়কে জয় করতে শুরু করেছে। এবার মনে জোর নিয়ে সে গোপীনাথের সঙ্গে লড়াইয়ের ময়দানে নামছে। এরপর গোপীনাথ অসুস্থ হয়ে পড়েন, তাই রাতে গোপীনাথের বাড়ি থাকবার জন্য যায় নিতাই । কিন্তু ফুল এর মধ্যে কোনো বিপদের গন্ধ পায়। তারপরই গল্প মোড় নেয় চরম দিকে।

প্রতি সোম থেকে শনিবার রাত ঠিক আটটায় আকাশ আটের পর্দায় দেখতে ভুলবেন না 'ধল ডাঙার কন্যা।' সাহিত্য়িক প্রচেত গুপ্তের অসামান্য কাহিনি অবলম্বনে তৈরি এই সিরিয়ালে অভিনয় করছেন কৌশিক বন্দ্যোপাধ্যায়, অনুসূয়া মুখোপাধ্যায় সহ বিশিষ্ট অভিনেতারা।