• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মেয়ে শ্বেতার সঙ্গে জয়া বচ্চনের নাচ 'পল্লো লটকে' গানের ছন্দে! ভাইরাল ভিডিও

জমকালো বিয়ের আসর। আর সেখানে বলিউডের তারকাদের মেলা। বিগ বি অমিতাভ বচ্চন থেকে করণ জোহর, অনিল কাপুরের পরিবার সকলেই সেকানে হাজির। বিয়ে হচ্ছে ডিজাইনার সন্দীপ খোসলার ভাগ্নীর। আর সেই বিয়ের বাসরে একের পর এক তারকা কোমর দুলিয়েছেন নাচের তালে। বাদ গেলেন না বচ্চন ঘরনী জয়া!

মেয়ে শ্বেতার সঙ্গে জয়া বচ্চনের নাচ পল্লো লটকে গানের ছন্দে! ভাইরাল ভিডিও

[আরও পড়ুন:(ছবি) জয়া-ঐশ্বর্য একই ছবিতে, কতটা জমবে শাশুড়ি-বৌমার রসায়ন?]

সন্দীপ খোসলার ভাগ্নীর বিয়েতে নাচের আসর জমতে শুরু করে সন্ধ্যে গড়াতেই। ডান্স ফ্লোর তখন মেতে ওঠে, সারা আলি খান, সোনম কাপুরদের পায়ের ছন্দে। সঙ্গে যোগ্য সঙ্গত দেন পরিচালক করণ জোহর। এরই মধ্যে ডান্স ফ্লোর মাতাতে আসেন শ্বেতা বচ্চন। আর সেই সময়ে মেয়ের সঙ্গে নাচের তালে কোমর দোলাতে দেখা যায় অভিনেত্রী তথা অমিতাভ পত্নী জয়া বচ্চনকে। যে নাচের ভিডিও আপাতত ভাইরাল।

[আরও পড়ুন:জয়ার জন্মদিনে আবেগপ্রবণ অমিতাভ! কী লিখলেন স্ত্রীয়ের জন্য]

জয়া বচ্চন এদিন শ্বেতার সঙ্গে ' পল্লো লটকে' গানের তালে কোমর দোলান। আর তাতেই উপস্থিত জনতা উচ্ছসিত হয়ে পড়ে। এছাড়াও এদিন, সোনম কাপুরকে দেখা যায় 'প্রেম রতন ধন পায়ো' গানের সঙ্গে নাচতে। যে ভিডিও-ও ভাইরাল হয়ে যায়। এদিন কালো-সাদা ঝলমলে পোশাকে সেনমকে অসামান্য লাগছিল। সোনম ,জয়া, সারা ছাড়াও এদিন বিবাহ বাসরে হাজির ছিলেন ঐশ্বর্য, নীতিু সিং, সোনালি বেন্দ্রে সহ একাধিক বলিউড তারকা।

English summary
Jaya Bachchan shakes leg with daughter sweta , video goes viral
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X