For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাভেদ আখতারকে শান্তি পুরস্কারে ভূষিত করল দেশের বিখ্যাত এই মন্দির কর্তৃপক্ষ

ধর্মের নামে দেশের বিভিন্ন জায়গায় অশান্তিকর পরিস্থিতির মধ্যে দেখা মিলল এক সম্প্রীতির ছবির। বারাণসীর বিখ্যাত সংকটমোচন মন্দিরের তরফে বিশিষ্ট লেখক জাভেদ আখতারকে সম্মানিত করা হল 'শান্তি দূত' পুরস্কারে।

Google Oneindia Bengali News

ধর্মের নামে দেশের বিভিন্ন জায়গায় অশান্তিকর পরিস্থিতির মধ্যে দেখা মিলল এক সম্প্রীতির ছবির। বারাণসীর বিখ্যাত সংকটমোচন মন্দিরের তরফে বিশিষ্ট লেখক জাভেদ আখতারকে সম্মানিত করা হল 'শান্তি দূত' পুরস্কারে। বলিউডে কয়েক দশক ধরে জাভেদ আখতারের লেখা গান ও সংলাপ মন জয় করে এসেছে বহু দর্শকের। আর এবার সেই ব্যক্তিত্বের মাথায় উঠল 'শান্তিদূত'-এর তাজ।

জাভেদ আখতরকে শান্তি পুরস্কার ভূষিত করল দেশের বিখ্যাত এই মন্দির কর্তৃপক্ষ

[আরও পড়ুন:জোধপুর জেলে কাকে নিয়ে চিন্তায় ছিলেন সলমন ! উঠে এল সেই মহিলার পরিচয়][আরও পড়ুন:জোধপুর জেলে কাকে নিয়ে চিন্তায় ছিলেন সলমন ! উঠে এল সেই মহিলার পরিচয়]

এম এক সম্মান পেয়ে স্বভাবতই উচ্ছসিত জাভেদ আখতার। তিনি জানিয়েছেন, ৯৫ বছরের পুরনো ঐতিহ্যকে ধরে রেখেছে এই সংকটমোচন মন্দির। আর এই প্রথমবার সেই মন্দির 'শান্তিদূত' পুরস্কার প্রদান করছে । আর তাতে তাঁকে এই সম্মানের জন্য মনোনীত করায় উচ্ছসিত জাভেদ আখতার।

উল্লেখ্য, বেশ কিছুদিন আগে, দেশের উদ্বেগজনক পরিস্থিতিতে জাভেদ আখতার বহু বক্তব্য তুলে ধরেন। তার প্রেক্ষিতে তাঁকে ট্রোলও হতে হয়েছে কয়েকবার। জাভেদ আখতারের স্ত্রী শাবানা আজমি জানিয়েছেন, এই পুরস্কার সেই সমস্ত ট্রোলেরই জবাব।

English summary
Javed Akhtar receives Peace award from the most revered Hanuman Temple in India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X