For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাহরুখকে সাম্মানিক 'ডক্টরেট' দিতে চেয়ে বিপাকে জামিয়া বিশ্ববিদ্যালয়! বিজেপি সরকারের চরম বার্তা

বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শাহরুখ খানকে সাম্মানিক 'ডক্টরেট' দেওয়ার পরিকল্পনা ছিল জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের।

  • |
Google Oneindia Bengali News

বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শাহরুখ খানকে সাম্মানিক 'ডক্টরেট' দেওয়ার পরিকল্পনা ছিল জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সেই পরিকল্পনা বাতিল করে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। কেন্দ্রিয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে এই পদক্ষেপ বাতিল করার ঘোষণা করা হয়।

শাহরুখকে সাম্মানিক ডক্টরেট দিতে চেয়ে বিপাকে জামিয়া বিশ্ববিদ্যালয়! বিজেপি সরকারের চরম বার্তা

কেন্দ্র জানিয়েছে, শাহরুখ ইতিমধ্যেই মউলানা আজাদ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে 'ডক্টরেট' পেয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে তাঁকে আর এই সম্মান দেওয়া যাবে না। এক প্রথম সারির সংবাদমাধ্যম সূত্রের খবর,মানব সম্পদ উন্নয়মন্ত্রকের কাছে এই প্রস্তাব পাঠানোর ৩ মাস বাদে মন্ত্রক জানিয়ে দেয় ওই বিশ্ববিদ্যালয় শাহরুখকে এই সম্মান দিতে পারবে না।

যদিও উচ্চশিক্ষা বিষয়ক সচিবের দাবি, একবার কোনও বিশ্ববিদ্যালয় কোনও ব্য়ক্তিত্বকে সম্মানিক 'ডক্টরেট' উপাধি দিলে , পরে আর তা দেওয়া যাবে না , এমন কোনও নিয়ম নেই। ফলে স্বভাবতই প্রশ্ন উঠছে বলিউড বাদশা শাহরুখের ক্ষেত্রে কেন হঠাৎ এমন বাধা নিষেধ দেওয়া হল। উল্লেখ্য, ১৯৮৮-৯০ সালে জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে মাস কমিউনিকেশন-এ স্নাতোকোত্তর পাশ করেন শাহরুখ।

English summary
Jamia wanted honorary doctorate for alumnus SRK, govt said no.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X