For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বলিউডের পর টলিউডেও অনলাইনে শুরু ছবি মুক্তি! 'ইয়ে'র হাত ধরে নয়া ইতিহাস

বলিউডের পর টলিউডেও অনলাইনে শুরু ছবি মুক্তি! 'ইয়ে'র হাত ধরে নয়া ইতিহাস

Google Oneindia Bengali News

বলিউডে 'গুলাবো সিতাবো' দিয়ে শুরু হয়েছে অনলাইনে ছবির মুক্তি। লকডাউনের জেরে সিনেমা হল বন্ধ থাকায় দেবেশ চট্টোপাধ্যায়ের ছবি 'ইয়ে' মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে।

বলিউডের পর টলিউডেও অনলাইনে শুরু ছবি মুক্তি! ইয়ের হাত ধরে নয়া ইতিহাস

বলিউডে সারি দিয়ে একগুচ্ছ বিগ বাজেট ছবি অনলাইনে মুক্তির ঘোষণা করে দিয়েছে। তারমধ্যে বিগ বি অমিতাভের 'গুলাবো সিতাবো' থেকে শুরু করে নওয়াজের 'ঘুমকেতু' রয়েছে। এদিকে , সেই একই পথে হাঁটতে বাধ্য হল বাংলা ছবি 'ইয়ে :দ্য আদার্স'। দেবেশ চট্টোপাধ্যায়ের ছবিতে অভিনয়ে রয়েছেন অর্পিতা ঘোষ থেকে দেবশঙ্কর হলদারের মতো গুণী অভিনেতা অভিনেত্রীরা। উল্লেখ্যস ২০১৫ সালে দেবেশ চট্টোপাধ্যায়ের প্রথম ছবি পাওলি দাম অভিনীত 'নাটকের মতো'। ছবি ঘিরে বিতর্ক থাকলেও তা এক স্তরের মানুষের মন ছুঁয়ে গিয়েছিল।

২০১৮ সালে তৈরি এই ছবিটি বিশ্বের একাধিক চলচ্চিত্র উৎসবে স্ক্রিনিং হয়ে গিয়েছে। বার্লিন ফিল্ম ফেস্টেও চর্চিত হয়েছে ছবিটি। শেষে সিবিএফসির সংশাপত্র পেয়ে মুক্তি পেতে চলেছে এই ছবি।

'মাই সিনেমা হল' নামের অ্যাপটিতে এই 'ইয়ে: দ্য আদার্স' দেখা যাবে। অ্যাপ ডাউনলোড করে তার সাবসক্রিপশন করতে হবে। খরচ ২০০ টাকা। ২২ মে থেকে এই ছবিটি ওই অ্যাপে দেখা যাবে।

ধেয়ে আসছে সুপার সাইক্লোন! বাংলায় তাণ্ডবলীলা চালিয়ে কী কী ক্ষতি করতে পারে ধেয়ে আসছে সুপার সাইক্লোন! বাংলায় তাণ্ডবলীলা চালিয়ে কী কী ক্ষতি করতে পারে

English summary
Iye is the Bengali film that to get released on OTT platfom
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X