For Daily Alerts
রাজ ঘরানার নিয়ম মেনে তৈমুর এবার কোথায় যেতে চলেছে! নবাব -পুত্রের নতুন ইনিংস
সব রাজ বংশের বিশেষ কিছু নিয়ম নীতি থাকে। আর পতৌদির নবাব বংশও তা থেকে আলাদা নয়। এই বংশের প্রায় সব সন্তানরাই নির্দিষ্ট নিয়ম মেনে বিদেশের বোর্ডিং স্কুলে পড়াশোনা, তথা উচ্চশিক্ষার পর দেশে ফিরেছে। তবে এবার তৈমুরের জন্য কী হতে চলেছে সেটাই প্রশ্ন!

সূত্রের দাবি, নবাব বংশের বাকি সন্তানদের মতোই এবার তৈমুরও যাচ্ছে বিদেশের মাটিতে পড়াশোনা করতে। লন্ডনের 'লকার্স পার্ক প্রেপ স্কুলে' প্রাইমারির পড়াশোনা করতে পাড়ি দেবে তৈমুর। তবে এরপর সম্ভবত বোর্ডিং-এ থেকে পড়াশোনা শুরু করবে ছোট্ট তৈমুর।
তৈমুরের বাবা সইফও এককালে লন্ডনে গিয়ে পারিবারিক রীতি বজায় রেখে পড়াশোনা করেছেন বোর্ডিং এ। ঠিক যেভাবে বোর্ডিং-এ মনসুর আলি খান পতৌদির পূর্বপুরুষরও পড়াশোনা করেছিলেন বিদেশের মাটিতে। সেই ঐতিহ্য বজায় রেখে এবার 'বিলেত ' পাড়ি দেওয়ার পালা তৈমুরের।