For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একাধিক প্লাস্টিক সার্জারিই কি প্রাণ কেড়ে নিল শ্রীদেবীর! তুঙ্গে আলোচনা

৫৪ বছরে শেষ হয়ে গিয়েছে একটা প্রাণবন্ত জীবন। শ্রীদেবীর মৃত্যুতে চলচ্চিত্র জগত খুইয়েছে একটা যুগ। রূপ যৌবন ঘিরে স্বর্গীয় পর্যায়ের সৌন্দর্যের অধীন ছিলেন শ্রীদেবী।

  • |
Google Oneindia Bengali News

৫৪ বছরে শেষ হয়ে গিয়েছে একটা প্রাণবন্ত জীবন। শ্রীদেবীর মৃত্যুতে চলচ্চিত্র জগত খুইয়েছে একটা যুগ। রূপ যৌবন ঘিরে স্বর্গীয় পর্যায়ের সৌন্দর্যের অধীন ছিলেন শ্রীদেবী। সকলেই জানেন তাঁর মৃত্যু হৃদরোগে আক্রান্ত হওয়ার ফলে হয়েছে। তবে আকস্মিক এই হৃদরোগের নেপথ্যে কি কোনও মারক কারণও ছিল? কোন কারণে শ্রীদেবীর এই অকাল মৃত্য়ু ? এ প্রশ্নের উত্তরে টুইটারের একটি পোস্ট দুষছে , শ্রীদেবীর প্লাস্টিক সার্জারিকে। একবার নয় একাধিকবার শ্রীদেবী প্লাস্টিক সার্জারি করিয়েছেন বলে দাবি এই পোস্টের। যদিও পরে সেই পোস্টিটি তুলে ফেলা হয় টুইটার থেকে।

একাধিক প্লাস্টিক সার্জারিই কি প্রাণ কেড়ে নিল শ্রীদেবীর! তুঙ্গে আলোচনা

[আরও পড়ুন: অনিল আম্বানির প্রাইভেট জেট -এ দেশে ফিরছে শ্রীদেবীর দেহ,শেষ ময়না তদন্ত][আরও পড়ুন: অনিল আম্বানির প্রাইভেট জেট -এ দেশে ফিরছে শ্রীদেবীর দেহ,শেষ ময়না তদন্ত]

পিয়ালী গঙ্গোপাধ্যায় বলে জনৈক মহিলা টুইটারে একটি পোস্ট করেন। যাতে লেখা ছিল কম বয়সী থাকার জন্য শ্রীদেবীর ওপর চাপ ছিল। আর এই চাপ সমাজ তাঁর ওপর আরোপ করেছে। শ্রীদেবীর মুখে যাতে বলিরেখা না পড়ে তার জন্যও তিনি যত্নবান হয়ে ওঠেন। পিয়ালীর ওই পোস্ট-এ ইঙ্গিত ছিল যে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কোনও ক্লিনিকে শ্রীদেবী প্লাস্টিক সার্জারি নাকি করাতেন। যদিও পিয়ালীর এই পোস্ট ঘিরে তুমুল সমালোচনা হয় সোশ্যাল মিডিয়ায়।

এর আগে, দুবাইতে শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শ্রীদেবী। এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন দুবাইতে। শ্রীদেবীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকে মূহ্যমান গোটা বলিউড। শোকস্তব্ধ সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকাররাও।

[আরও পড়ুন:অমর্ত্য সেনকে নিয়ে তৈরি তথ্যচিত্র মুক্তি পাচ্ছে কবে! বাদ যাচ্ছে বিশেষ এক 'শব্দ'][আরও পড়ুন:অমর্ত্য সেনকে নিয়ে তৈরি তথ্যচিত্র মুক্তি পাচ্ছে কবে! বাদ যাচ্ছে বিশেষ এক 'শব্দ']

English summary
Is Plastic Surgery the main cause of Sridevi's death,posts goes viral.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X