আদনান সামি কি পাকিস্তানি গুপ্তচর! প্রশ্নের জবাবে কী বললেন তারকা সঙ্গীতশিল্পী
পাকিস্তানি বংশোদ্ভূত গায়ক আদনান সামিকে নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে এযাবৎকালে বহু বিতর্ক হয়েছে। বহুবার ভারত বনাম পাকিস্তানের মধ্যে সংঘাতে ভারতের সমর্থনেই নিজেকে তুলে ধরেছেন আদনান। আর তা নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন বহু পাকিস্তানি।

বহু পাকিস্তানি আদনানকে কটাক্ষ করে দাবি তোলেন যে তিনি ভারতে অবস্থিত পাকিস্তানি গুপ্তচর সংস্থার এজেন্ট। আর সেই কটাক্ষের জবাবও দিয়েছেন আদনান সামি। এক পাকিস্তানি কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, ' ভুলে গেলে চলবে না যে ভারতে এখন আমাদের আইএসআই এজেন্ট রয়েছেন আদনান সামি ।' এর জবাবে আদনান বলেন, ' না আমি ব্যর্থ। তবে আপনাদের সকলকে যা 'ইন্টালিজেন্স' আমি দিয়ে এসেছি, তাতেও আপনারা বোকাই রয়ে গিয়েছেন। '
No- I failed... Despite all the ‘intelligence’ I provided you all, you’re still the biggest
— Adnan Sami (@AdnanSamiLive) October 9, 2019
dumb-asses of the world!🤣 https://t.co/iA6s1Y9Fia
প্রসঙ্গত, ব্রিটেনে জন্মানোর পর পাকিস্তানি বংশোদ্ভূত এই গায়ক সেভাবে পাকিস্তানে বসবাস করেননি। বলিউডে তাঁর কেরিয়ার শুরু হওয়ার পর থেকে তিনি ভারত ছেড়ে পাকিস্তান ফিরে যেতে চাননি। তারপর থেকেই এখন আদনান সামি ভারতের বাসিন্দা হিসাবে নাগরিকত্ব লাভ করেছেন।