For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমি হারাইনি , আমি পেয়েছি..', ইরফানের প্রয়াণের পর স্ত্রী সুতপার করুণ বার্তা

'আমি হারায়নি , আমি পেয়েছি..', ইরফানের প্রয়াণের পর স্ত্রী সুতপার করুণ বার্তা

Google Oneindia Bengali News

ন্যাশনাল ড্রামা স্কুলে প্রথম দেখা। সেখানে থেকেই আলাপ , বন্ধুত্ব , প্রেম। এরপর আর পিছনে নয়, সামনের পথে এগিয়েছেন ইরফান-সুতপা। ৯০ এর দশকে পাঠান বংশের সন্তান ইরফানে বিয়ে করে বঙ্গনতনা সুতপাকে। এরপর একসঙ্গের পথ চলা শেষ হয়েছে ইরফানের সদ্য প্রয়াণে। আর সেই শোক মনে ধরে রেখেই এদিন ফেসবুকে ইরফানঘরনী বঙ্গতনয়া সুতপা লিখলেন এক হৃদয় বিদারক বার্তা।

আমি হারায়নি , আমি পেয়েছি.., ইরফানের প্রয়াণের পর স্ত্রী সুতপার করুণ বার্তা

বক্তব্যের শুরিতেই সুতপা লিখেছেন, 'এটাকে পারিবারিক বক্তব্য কী করে বলি যখন গোটা বিশ্ব এটাকে (ইরফানের মৃত্যু)কে ব্যক্তিগত ক্ষতি হিসাবে নিয়ে নিয়েছে?' তিনি প্রশ্ন তোলেন যখন সকলে ইরফামের জন্য দুঃখ প্রকাশ করছেন ,তখন তিনি কী করে 'একা' হতে পারেন? তিনি লেখেন, ' এটা আমি সকলকে নিশ্চিত করতে চাই যে এটা ক্ষতি নয়, এটা পাওয়া। উনি (ইরফান) যা শিখিয়েছেন তার সবটাই পাওয়া,আর শিখেছি তা এবার কাজে করে দেখাব। যা মানুষ দেখেনি , তা এবার করতে চাই। '

গত আড়াই বছর ইরফানের পরিবার কীভাবে কঠিন পথ চলেছে তার খানিকটা অংশ নিজের লেখায় তুলে ধরেছেন সুতপা। সেই পথ চলা যেন ছিল "ইন্টারলিউড'। ইরফানের সমস্ত চিকিৎসককে তিনি ধন্যবাদ জানিয়ে নিজের পরিবারের কঠিন সময়ের কাহিনি বর্ণনা করেছেন এক উপমা দিয়ে। পরিস্থিতি যেন তখন ছিল মাঝ সমুদ্রে নৌকা বওয়ার মতো। ইরফান দুই ছেলেকে রাস্তা দেখিয়েছেন, আর তারা নৌকা এগিয়েছে। সুতপা লিখেছেন, 'আমা চাই আমার সন্তানরা তাদের বাবার দেখানো রাস্তায় চলুক।' যাতে অনিশ্চয়তার সমস্ত পরিস্থিতিতে ওঁরা নিজেদের সমর্পণ করতেও পারে।

দেশের কোন রাজ্যে কটা কোভিড ১৯-এর রেড, অরেঞ্জ, গ্রিনজোন! একনজরে কেন্দ্রের হিসাবদেশের কোন রাজ্যে কটা কোভিড ১৯-এর রেড, অরেঞ্জ, গ্রিনজোন! একনজরে কেন্দ্রের হিসাব

English summary
Irrfan Khan's wife Sutapa Sikdar pens emotional note
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X