For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরল রোগে আক্রান্ত ইরফান, তবে হার মানছেন না তিনি, মুখ খুললেন অভিনেতা

৫১ বছরের ইরফান খান বেশ কিছুদিন ধরে সুস্থ বোধ করছেন না। বহু সপ্তাহ ধরেই তাঁর এই সমস্যা চলছে। এমন তথ্য় নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে মুখ খুললেন ইরফান।

  • |
Google Oneindia Bengali News

৫১ বছরের ইরফান খান বেশ কিছুদিন ধরে সুস্থ বোধ করছেন না। বহু সপ্তাহ ধরেই তাঁর এই সমস্যা চলছে। এমন তথ্য় নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে মুখ খুললেন ইরফান। টুইটারে তিনি জানিয়েছেন, কখনও কখনও এমন ঘটে যে তাঁর এক ধাক্কায় তাঁর ঘুম ভেঙে যায়।

বিরল রোগে আক্রান্ত ইরফান, তবে হার মানছেন না তিনি, মুখ খুললেন অভিনেতা

[আরও পড়ুন: অস্কারে সেরা অভিনেত্রী ম্যাকডরম্যান্ডের পুরস্কার মূর্তি চুরি! কীভাবে ঘটল এমন, জানুন ][আরও পড়ুন: অস্কারে সেরা অভিনেত্রী ম্যাকডরম্যান্ডের পুরস্কার মূর্তি চুরি! কীভাবে ঘটল এমন, জানুন ]

ইরফান জানাচ্ছেন,গত ১৫ দিন ধরে তাঁর অমনটা হচ্ছে। যে ঘুমের মধ্য়ে আচমকা তাঁর ঘুম ভেঙে যাচ্ছে। তবে এই রোগ সম্পর্কে তিনি বেশি কিছইু জানতে পারেননি বলেো জানিয়েছেন টুইটারে। তবে ইরফান এই সমস্যা কাটিয়ে তুলতে কিছুতেই হাল ছাড়বেন না বলে জানিয়েছেন। তাঁর পছন্দের বিষয়গুলির জন্য তিনি শেষ পর্যন্ত লড়ে যাবেন বলে জানিয়েছেন ইরফান।

[আরও পড়ুন: ফের শোকস্তব্ধ বলিউড,প্রয়াত অভিনেত্রী শাম্মি, শোকজ্ঞাপন অমিতাভ থেকে ফারহার][আরও পড়ুন: ফের শোকস্তব্ধ বলিউড,প্রয়াত অভিনেত্রী শাম্মি, শোকজ্ঞাপন অমিতাভ থেকে ফারহার]

তবে তাঁর এই রোগ নিয়ে যেন তাংর ভক্তরা বেশি চিন্তিত না হল, সে বিষয়টিও নজরে রাখতে বলেন ইরফান। তিনি আরও জানান, 'আমার পরিবার ও বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন। আমরা এ থেকে মুক্তি পাওয়ার জন্যে যথা সম্ভব চেষ্টা করে যাচ্ছি। এ সময় কোন জল্পনা-কল্পনা না করাই ভালো। সপ্তাহ খানেক বা দিন দশেকের মধ্যে আমি নিজে থেকেই সব জানাবো। এ সময় বাকি পরীক্ষা-নিরীক্ষাগুলোও হয়ে যাবে। আর সেই পর্যন্ত আমার প্রতি আপনাদের শুভ কামনা থাকুক।'

[আরও পড়ুন:পুরনো যন্ত্রণা ভুলে সৎ-বোনদের যেভাবে সামলাচ্ছেন অর্জুন,জাহ্নবীর জন্মদিনের আগে নয়া পোস্ট][আরও পড়ুন:পুরনো যন্ত্রণা ভুলে সৎ-বোনদের যেভাবে সামলাচ্ছেন অর্জুন,জাহ্নবীর জন্মদিনের আগে নয়া পোস্ট]

English summary
Irrfan Khan Contracts A Rare Disease. 'Will Not Give Up', He Says
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X