রিয়া চক্রবর্তীর জন্য বাঙালিদের অপমান সোশ্যাল মিডিয়ায়, সরব নুসরত জাহান
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তীর নাম। অভিনেতার বাবাও তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছেন। নেটদুনিয়াতেও ট্রেন্ডিং একটাই নাম রিয়া চক্রবর্তী। সুশান্তের মৃত্যুতে যেভাবে একের পর এক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, তাতে ঘৃণার সৃষ্টি হয়েছে রিয়ার ওপর। উপরন্তু রিয়া বাঙালি হওয়ার সুবাদে অনেকেই বাঙালি মহিলাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছেন। এবার বাঙালি মেয়েদের পাশে এসে দাঁড়ালেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান।

একজন নেটিজেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'রিয়া চক্রবর্তী বাংলা ও বাঙালিদের বিখ্যাত করে দিলেন।’ তাঁর উত্তরে নুসরত টুইটে লেখেন, 'তুমি যদি হঠাৎই পৃথিবীতে নেমে এসে থাকো তাহলে বলে রাখি বাংলা তার নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য সবসময়েই বিখ্যাত। গোটা বিশ্ব বাংলার রবীন্দ্রনাথ ও সত্যজিতকে চেনে। এবার তোমায় আরও বেশি জনপ্রিয় করে দিলাম।’

সোশ্যাল মিডিয়ায় বাঙালি মেয়েদের যাঁরা আক্রমণ করেছেন, তাদের জবাবে এক ব্যক্তি লিখেছেন, 'আমিও বাঙালি তবে তবে রিয়া চক্রবর্তীকে সমর্থন করি না।’ সেই রেশ টেনেই সাংসদ অভিনেত্রী জানিয়েছেন, 'কাউকে সমর্থন করে একথা বলছি না। কেউ যদি দোষী হয়, তাহলে আইন নিশ্চয়ই তাকে শাস্তি দেবে। ভারতীয় বিচার ব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আশা রাখি খুব শীঘ্রই আসল সত্যিটা সবার সামনে আসবে। তবে একজনের জন্য সমগ্র বাংলা জাতির অপমান আমি কখনওই মেনে নেব না।’
কংগ্রেস অনুমোদিত বলিউড মাফিয়াদের ভয়ে সুশান্তের দোষীদের বাঁচাচ্ছে উদ্ধব ঠাকরে, দাবি সুশীল মোদীর
