For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পদ্মাবত' না কি 'অ্যাভেঞ্জার্স', বক্স অফিস যুদ্ধে কে এগিয়ে এখন

২০১৮ সালে প্রথম দুটি দিনের হিসাবে এটিই সবচেয়ে বড় অঙ্কের বক্স অফিস কালেকশন অ্যাভেঞ্জার্স।

  • |
Google Oneindia Bengali News

ভারতের মাটিতে মার্ভেলের সুপারহিরোরা পা রাখতেই হাঙ্গামা লাগিয়ে দিয়েছে! ছবিতে ভালো ও মন্দোর দুটি আলাদা মহাজাগতিক শক্তি যেমন জোর টক্কর দিয়েছে, তেমনই এই হলিউড ছবি ভারতের বাজারে বলিউডের একের পর এক হিট ছবিকে কার্যত ছাপিয়ে গিয়েছে। বক্স অফিস কালেকশনের রিপোর্ট তেমনই বলছে। এতদিন মনে করা হচ্ছিল নতুন বছরের শুরুতে যে সমস্ত ফিল্ম মুক্তি পাচ্ছে , তার মধ্যে 'পদ্মাবত' -এর বক্স অফিস কালেকশন সবচেয়ে জোরদার । একে হার মানাতে পারার মতো কোনও ফিল্ম আর নেই! সেই ধারণাকে ভুল প্রমাণ করল 'অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার'।

পদ্মাবত নাকি অ্যাভেঞ্জার্স, বক্স অফিস যুদ্ধে কে এগিয়ে এখন

মুক্তি পাওয়ার প্রথম দিনে 'অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার' ভারতে ব্য়বসা করেছে প্রায় ৩১.৩ কোটি টাকার। যা ২০১৮ সালে প্রথম দুটি দিনের হিসাবে এটিই সবচেয়ে বড় অঙ্কের বক্স অফিস কালেকশন। প্রথম দিনে এই ছবিটির যা বক্স ইফিস কালেকশন হয়েছে তাতে অনায়াসে ছবিটি পেছনে ফেলে দিয়েছে 'পদ্মাবত' কে। দীপিকা, রণবীর, শাহিদ অভিনীত পদ্মাবত-এর প্রথম দিনের বক্স অফিস কালেকশন ছিল ২৪ কোটি টাকা। তবে সেই সমব রেকর্ড ভেঙে দিয়ে আপাতত মার্ভেলের সুপারহিরোরা চরম গতিতে এগিয়ে চলেছে ভারতের বাজারে!

এর আগে, একমাত্র 'জঙ্গলবুক ' হলিউড ছবি হিসাবে ভারতের বাজারে ব্যাপক ব্যবসা করেছিল। তারপর আবার 'অ্যাভেঞ্জার্স'। এদিকে, 'পদ্মাবত' মুক্তির পর বলিউড ছবি হিসাবে 'বাগি ২' খানিকটা জমিয়ে দিয়েছিল বক্স অফিস। প্রথম বাগী ২ এর যা কালেকশন ছিল তা যদিও ছাপিয়ে যেতে পারেনি পদ্মাবত-কে। তবে সেসম পুরনো রেকর্ড ভেঙে এখন নয়া রেকর্ড গঠনের দিকে 'অ্যাভেঞ্জার্স'। এখনও পর্যন্ত ভারতের বাজারে অ্যাভেঞ্জার্স-এর মোট ব্যবসা হয়েছে ৬১. ৮০ কোটি টাকা। সবেমাত্র ৩ দিনেই এই পরিমাণ ব্যবসা করে ফেলেছে এই হলিউড সুপারহিরো ফিল্মটি। বোঝাই যাচ্ছে আগামী দিনে বক্স অফিসে কতবড় সাফল্য পেতে চলেছে ছবিটি।

English summary
Infinity War beats the opening day collections of Padmaavat.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X