For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভারতীয় অর্থনীতির মন্দার দুঃখ থেকে মুখ ফেরাতে ফিল্ম দেখছেন মানুষ'! পিভিআর কর্ণধারের নয়া তত্ত্ব

ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড এদিন সাফ ভাষায় জানিয়ে দিয়েছে, যে ২০১৯ ভারতীয় অর্থনীতির জন্য খুব একটা সুখবর খবর আনতে পারবে না।

  • |
Google Oneindia Bengali News

ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড এদিন সাফ ভাষায় জানিয়ে দিয়েছে, যে ২০১৯ ভারতীয় অর্থনীতির জন্য খুব একটা সুখবর আনতে পারবে না। উন্নয়নশীল দেশ হিসাবে ভারতীয় অর্থনীতিকে এবছর বেশ খানিকটা সমস্যার মুখে পড়তে হবে। অন্যদিকে, অটোমোবাইল সেক্টরের ক্রমাগত মন্দাও ভারতীয় আর্থিক সমস্যাকে আরও জটিল করছে। কিন্তু এমন এক পরিস্থিতিতে ফিল্ম-ব্যবসায় লাভ হচ্ছে বলে জানিয়েছেন পিভিআর কর্ণধার কমল গিয়ানচন্দানি। আর তার, কারণও জানিয়েছেন তিনি।

 মন্দার বাজারেও ফিল্ম ব্যবসায় উন্নতি

মন্দার বাজারেও ফিল্ম ব্যবসায় উন্নতি

ভারতীয় অর্থনীতিতে ক্রমাগত মন্দার পরিসংখ্যান সামনে আসলেও, ফিল্ম ব্যবসার বাজার রীতিমতো চাঙ্গা। বক্স অফিসে 'কবীর সিং' থেকে শুরু করে 'ওয়ার' এর মতো ছবি যেভাবে দাপট দেখাচ্ছে তাতে আশাবাদী পিভিআর সিনেমার কর্ণধার কমল গিয়ানচন্দানি।

 মন্দার বাজারেও কেন ফিল্ম ব্যবসার উন্নতি?

মন্দার বাজারেও কেন ফিল্ম ব্যবসার উন্নতি?


কমল গিয়ানচন্দানির দাবি, মানুষ অর্থনৈতিক মন্দা থেকে মুখ ফেরাতে সিনেমা দেখছেন। যা সিনেমার ব্যবসাকে সাহায্য করছে। আর্থিক মন্দার জন্য মানুষের মধ্যে একটা 'নেগেটিভিটি' কাজ করছে। আর তা থেকে নিজেকে সরিয়ে নিতেই ফিল্ম দেখতে আগ্রহী হচ্ছেন মানুষ। আর এমন প্রেক্ষাপটে, 'ওয়ার', 'ড্রিম গার্ল', 'কবীর সিং' এর মতো ভালো স্ক্রিপ্টের ছবি মুক্তি পেয়ে যাওয়ায় তা ব্যবসাও করেছে ভালো।

 আর্থিক মন্দা সাহায্য় করছে ফিল্ম ব্যবসাকে

আর্থিক মন্দা সাহায্য় করছে ফিল্ম ব্যবসাকে

ভারতের আর্থিক মন্দা পরোক্ষে সাহায্য করছে ফিল্ম ব্যবসাকে , এমন দাবি কমল গিয়ানচন্দানির। একদিকে যেমন নেটফ্লিক্স, রিলায়েন্স ইন্ডাস্ট্রির জিও-এর তরফে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা মূলক চ্যালেঞ্জ আসছে সিনেমা ব্যবসার ক্ষেত্রে, তেমনই ভারতের আর্থিক মন্দাও খানিকটা চিন্তার ভাঁজ ফেলেছিল সিনেমা হল-মালিকদের কপালে। তবে , এপ্রিল থেকে জুন পর্যন্ত ক্রিকেট বিশ্বকাপের জন্য এই সিনেমা ব্যবসা খানিকটা ধাক্কা খেলেও আপাতত স্ট মার্কেটে চাঙ্গা উত্থান দেখা যাচ্ছে পিভিআর-এর।

<strong>[ বিরোধীদের অন্ধকারে রেখে ভোট! ৩৭০ ধারা ও রাজ্যভাগের ফায়দা তুলছে বিজেপি]</strong>[ বিরোধীদের অন্ধকারে রেখে ভোট! ৩৭০ ধারা ও রাজ্যভাগের ফায়দা তুলছে বিজেপি]

English summary
Indians are Escaping Economic Slowdwon by Goinng to theatres, says PVR CEO .“I think the slowdown is helping the cinema business,” Gianchandani said. “There is negativity around and people want to escape it.”
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X