ফ্রান্সে ইসলামিক সন্ত্রাসের বিরোধিতায় ভারতীয় বিদ্বজনেরা, কড়া প্রতিক্রিয়া নাসিরুদ্দিন-জাভেদের
ফ্রান্সে ইসলামিক সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত প্রসঙ্গে এবার মুখ খুলতে দেখা গেল ভারতীয় বুদ্ধিজীবীদের একটা বড় অংশকে। ধর্মের নামে কোনোরকম সন্ত্রাসী হানাই যে গ্রহণযোগ্য নয় তা দ্ব্যর্থহীন ভাষাতেই বুঝিয়ে দিয়েছেন তারা। এদিকে গত কয়েক সপ্তাহে ফ্রান্সের একাধিক জায়গায় সন্ত্রাসবাদ প্রসঙ্গে মুখ খুলতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। টুইটবার্তায় নিস হামলার নিন্দাও করেন তিনি।

কড়া প্রতিক্রিয়া জাভেদ আখতার, নাসিরুদ্দিন শাহদের
এবার সেই পথে হেঁটেই ইসলামিক হামলার বিরোধিতায় এবার মুখ খুললেন এদেশের বিদ্বজনেদের একটা বড় অংশ। পৈশাচিক, ভয়াবহ সব অপরাধ আড়াল করতে গিয়ে নবী বা ঈশ্বরকে টেনে আনারও কঠোর ভাষায় বিরোধিতা করতে দেখা যায় জাভেদ আখতার, নাসিরুদ্দিন শাহদের। পাশাপাশি ভারতে বসেই যেসব মুসলিম ধর্মগুরু ধর্মের দোহাই দিয়ে এই হামলাগুলিকে সমর্থন করছেন তাদেরও কড়া ভাষায় নিন্দা করতে দেখা যায় তাদের।

১৩০ জন বিদ্বজনের স্বাক্ষর সম্মলিত বিবৃতি প্রকাশ
জাভেদ-নাসিরুদ্দিন ছাড়াও ফ্রান্সে ইসলামিক সন্ত্রাসের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দিতে দেখা য়ায় শাবানা আজমি, স্বরা ভাস্কর, জিসান আয়ুব, পরিচালক কবীর খান, লেখক-পরিচালক ফিরোজ আব্বাস খান, লেখক অঞ্জুম রাজাবলি, শিল্পপতি আবদুল আজিজ লোখন্ডওয়ালাকেও। ইতিমধ্যেই মোট ১৩০ জন বিদ্বজনের স্বাক্ষর সম্মলিত একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে।

আসল ঘটনার সূত্রপাত কোথায় ?
প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই পড়ুয়াদের বাক স্বাধীনতার পাঠ দিতে গিয়ে হজরত মহম্মদের একটি ব্যঙ্গচিত্র দেখিয়েছিলেন ফ্রান্সের এক শিক্ষক। এরপর গত ১৬ অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসেই এক শিক্ষকের মাথা কেটে খুন করে এক চেচেন মুসলিম জঙ্গি। আর এই ঘটনার পরেই ‘ইসলামিক মৌলবাদ' প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খোলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

মুসলিম বিশ্বের রোষের মুখে ফ্রান্স
এমনকী ইসলাম সম্পর্কে বলতে গিয়ে ‘ইসলামিক বিচ্ছিন্নতাবাদ' ও ‘ইসলামিক সন্ত্রাসবাদী হামলা'র মতো একাধিক শব্দবন্ধও ব্যবহার করেন তিনি। পাশাপাশি গোটা পৃথিবীতে ইসলামিক সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত প্রসঙ্গেও কড়া প্রতিক্রিয়া দিতে দেখা যায় ম্যাক্রোঁকে। তারপরেই ইসলামপ্রধান দেশগুলির রাষ্ট্রনেতাদের কটাক্ষের মুখে পড়েন তিনি। তারপর থেকেই ফ্রান্সের বিভিন্ন প্রান্তে হামলা চালাচ্ছে আততায়ীরা।

যৌথ বিবৃতিতে কী বলছেন বিদ্বজনেরা ?
এদিকে গত মাসের শেষেই ফ্রান্সের নিস শহরে ঐতিহাসিক নোতরদাম গির্জাতেও হামলা চালিয়েছে এক আততায়ী। যা নিয়েও শোরগোল পড়ে যায় আন্তর্জাতিক রাজনৈতিক মহলে। এবার সেই প্রসঙ্গে মুখ খুলে কড়া প্রতিক্রিয়া দিতে দেখা গেল ভারতীয় বুদ্ধিজীবীদের। ১৩০ জনের সই করা ওই বিবৃতি ইসলামি সন্ত্রাসের কড়া প্রতিক্রিয়া দিয়ে বলা হয়, "আমারা দ্ব্যর্থহীন ভাষায় ফ্রান্সে ইসলামিক সন্ত্রাসী হামলার নিন্দা করছি। কিন্তু এখনও দেশে কিছু মানুষ রয়েছেন যারা নিজেদের ভারতীয় মুসলিমদের অভিভাবক মনে করেন। তাঁদের এই নক্কারজনক ঘটনাগুলিকে সমর্থন করায় আমরা মর্মাহত।"
বিগবস ১৪: সলমান তেলেবেগুনে জ্বলে উঠলেন! মঞ্চ ছাড়তে কেন বাধ্য হলেন ভাইজান
