For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্দি ওয়েব সিরিজে 'মোস্ট ওয়ান্টেড' তালিকার দৃশ্যে বিপ্লবী ক্ষুদিরাম বসুর ছবি! নেটপাড়ায় তুলকালাম

হিন্দি ওয়েব সিরিজে 'মোস্ট ওয়ান্টেড' তালিকার দৃশ্যে বিপ্লবী ক্ষুদিরাম বসুর ছবি! নেটপাড়ায় তুলকালাম

  • |
Google Oneindia Bengali News

যে স্বাধীনতার জন্য তিনি প্রাণ উৎসর্গ করতে একচুলও ভাবেননি, সেই স্বাধীনতা দিবসের ৭৪ বছর পার হওয়ার পর, ঘটে গেল অন্যতম অনভিপ্রেত ঘটনা। এই প্রথম কোনও ভারতীয় ওয়েব সিরিজে 'মোস্ট ওয়ান্টেড' এর তালিকা দেখানোর দৃশ্যে, ক্ষুদিরাম বসুর ছবিকে অপরাধীর তালিকায় রাখা হয়েছে। যা নিয়ে তোলপাড় নেট পাড়া।

হিন্দি ওয়েব সিরিজে মোস্ট ওয়ান্টেড তালিকার দৃশ্যে বিপ্লবী ক্ষুদিরাম বসুর ছবি! নেটপাড়ায় তুলকালাম

জি ফাইভের এক ওয়েব সিরিজ 'অভয় ২' তে এই দৃশ্য পরিবেশিত হয়েছে। দৃশ্যটির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভে ফুঁসে উঠেছে বহু মানুষ। বহু শিল্পী, নেটিজেন এই প্রতিবাদে সরব হতে শুরু করেছেন। এমনকি কলকাতা পুলিশেও এর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

হিন্দি ওয়েব সিরিজে মোস্ট ওয়ান্টেড তালিকার দৃশ্যে বিপ্লবী ক্ষুদিরাম বসুর ছবি! নেটপাড়ায় তুলকালাম

উল্লেখ্য, ওয়েব সিরিজটিতে একটি দৃশ্যে পুলিশের 'মোস্ট ওয়ান্টেড' তালিকার একটি অংশ ছিল। দেখা গিয়েছে, সেই তালিকায় যে অপরাধীদের মুখ রয়েছে, তাদের মধ্যে একটি মুখের সঙ্গে অবিকল মিল রয়েছে ভারতের বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর। দাবি উঠেছে ওই ওয়েবসিরিজ যেন অবিলম্বে নিষিদ্ধ ঘোষিত হয়।

উল্লেখ্য, সিরিজের পরিচালক কেন ঘোষ। সিরিজে রয়েছেন বাঙালি অভিনেত্রী বিদিতা বাগ। সিরিজের লেখকমহলে রয়েছেন স্মিতা মুখোপাধ্যায় , পুশন মুখোপাধ্যায়রা। যদিও ছবির টিম থেকে এখনও কোনও মন্তব্য উঠে আসেনি।

জাতীয় পতাকাকে না করলে মানুষকে কীভাবে সম্মান! তৃণমূলের আক্রমণের মুখে দিলীপজাতীয় পতাকাকে না করলে মানুষকে কীভাবে সম্মান! তৃণমূলের আক্রমণের মুখে দিলীপ

English summary
Indian Freedom fighter Khudiram Bose's picture shown on criminal list on web series Abhay 2
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X