For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীকে সমর্থন জানিয়ে ৯০০ জন বলিউড স্টারের ভোটের আর্জি! সেলেব তালিকায় রয়েছে কোন চমক

সপ্তদশ লোকসভা নির্বাচনকে ঘিরে রীতিমত উত্তপ্ত ভোট পরিস্থিতি। গোটা দেশেই নির্বাচনের নির্ঘণ্ট স্থির হওয়ার পর থেকে ভোট উত্তাপ চরমে ওঠে।

  • |
Google Oneindia Bengali News

সপ্তদশ লোকসভা নির্বাচনকে ঘিরে রীতিমত উত্তপ্ত ভোট পরিস্থিতি। গোটা দেশেই নির্বাচনের নির্ঘণ্ট স্থির হওয়ার পর থেকে ভোট উত্তাপ চরমে ওঠে। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময়ে নিজেদের প্রচারে একাধিক চমক পেশ করেছে। এবার চমক হিসাবে উঠে আসছেন বলিউডের একাধিক তারকা। কংগ্রেসের সমর্থনে এর আগে ৬০০ জন বলিউড তারকা এগিয়ে আসলেও, পরে বিজেপির সমর্থনে এগিয়ে আসেন প্রায় ৯০০ জন বলিউড সেলিব্রিটি।

'মজবুত সরকার' -এর দাবি!

'মজবুত সরকার' -এর দাবি!

বলিউডের একটা বড় সংখ্যক সেলেব্রিটিরা এবার মোদী সরকারের সমর্থনে এগিয়ে আসেন। কংগ্রেসের জন্য নাসিরুদ্দিন শাহ সমেত ৬০০ জনের সমর্থনের ঘটনার পর এার বিজেপির সমর্থনে ৯০০ জন তারকার সমর্থনের ঘটনা প্রকাশ্য়ে।

তালিকায় কারা চমক দিলেন!

তালিকায় কারা চমক দিলেন!

এদিনের তালিকায় চমক দিয়েছেন পণ্ডিত যশরাজ , শঙ্কর মহাদেবন, বিবেক ওবেরয়ের মতো একাধিক তারকা। রয়েছেন বাঙালি সেলেব,রীতা গঙ্গোপাধ্যায় ও কোয়েনা মিত্র।

তারকাদের দাবি

তারকাদের দাবি

বিবেক ওবেরয় , যশরাজের মতো তারকাদের দাবি , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারই এখন চলতে দেওয়া উচিত। যেখানে সন্ত্রাসের মতো চ্যালেঞ্জ রয়েছে সেখানে এই মোদী সরকারই প্রয়োজনীয় বলে দাবি করেছেন তারকারা।

কংগ্রেসের সমর্থনে কারা?

কংগ্রেসের সমর্থনে কারা?

কংগ্রেসের সমর্থনে এর আগে, ৬০০ জন তারকার নাম উঠে আসে। সেই তালিকায় ছিলেন নাসিরুদ্দিশ শাহ থেকে গিরিশ করনাদ, অমোল পালেকররা।

[আরও পড়ুন:মমতার সরকারকে 'সুপ্রিম' বাউন্সার! 'ভবিষ্যতের ভূত' নিয়ে জরিমানার নির্দেশ শীর্ষ আদালতের ][আরও পড়ুন:মমতার সরকারকে 'সুপ্রিম' বাউন্সার! 'ভবিষ্যতের ভূত' নিয়ে জরিমানার নির্দেশ শীর্ষ আদালতের ]

English summary
India needs a ‘majboot sarkar’: Over 900 artists urge citizens to vote for BJP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X